এবার পুরস্কার ফেরতের মিছিলে অরুন্ধতী রায়

ভারতে সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের প্রতিবাদে বুকার পুরস্কারজয়ী লেখক অরুন্ধতী রায় দেশটির জাতীয় পুরস্কার ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ পর্যন্ত শতাধিক লেখক ও জনপ্রিয় ব্যক্তিত্ব ভারতের সমাজে অসহিষ্ণুতার অভিযোগ এনে এ পুরস্কার ফেরত দিয়েছেন।
অরুন্ধতী রায় বলেছেন, এ পুরস্কার ফেরত দেওয়ার মাধ্যমে লেখক-চলচ্চিত্রকারদের যে আন্দোলন শুরু হয়েছে, তার সঙ্গে যোগ দিলেন তিনি। সাম্প্রতিক সময়ে ভারতে বিদ্বান, লেখক ও যুক্তবাদীদের হত্যার মতো ধারাবাহিক ঘটনা ঘটেছে।
বলিউড তারকা শাহরুখ খানও ‘চরম অসহিষ্ণুতা’ নিয়ে সমালোচনা করেছেন।
গত সোমবার মনিপুরে হিন্দু লোকজনের হাতে নিহত হন মুসলিম এক ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদে রাজ্যে ধর্মঘট পালিত হয়। লোকজন তাঁর বিরুদ্ধে গরু চুরির অভিযোগ এনেছিল। ছয় সপ্তাহের মধ্যে এটা ছিল তৃতীয় হত্যাকাণ্ড।
বিজ্ঞানী, ইতিহাসবিদ, চলচ্চিত্রকাররা পুরস্কার ফেরত দেওয়ার সময় যুক্তিবাদী এম এম কালবুর্গি, গোবিন্দ পানসারে ও গো-মাংস খাওয়ার সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার কথা উল্লেখ করেন।
অরুন্ধতী রায় জাতীয় পুরস্কারটি পেয়েছিলেন ১৯৮৯ সালে, যেটি তিনি একটি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার জন্য অর্জন করেন।
দৈনিক ইন্ডিয়া এক্সপ্রেস পত্রিকায় অরুন্ধতী রায় ব্যাখ্যা করেছেন, তিনি কী কারণে পুরস্কার ফেরত দিচ্ছেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে দেশে লেখক, চলচ্চিত্রকার ও শিক্ষাবিদদের উদ্যোগে যে আন্দোলন শুরু হয়েছে, তার অংশ হলাম। এসব ব্যক্তি এক ধরনের আদর্শিক কদর্যতার বিরুদ্ধে এবং সামষ্টিক বুদ্ধিমত্তার ওপর হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তা না হলে এটা আমাদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে এবং গভীরে সমাহিত করবে।’
অরুন্ধতী বলেন, ‘চলমান আন্দোলন অভূতপূর্ব, যা ইতিহাসের কোনোকালে ছিল না। আমি এর অংশ হতে পেরে গর্বিত। এবং দেশে যা হচ্ছে, সে জন্য খুব লজ্জিত।’