কংগ্রেস যোগ গরু = মোদি সরকার!

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শুরি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। দিল্লিতে একটি বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘এর (সরকার) দিক-নির্দেশনার অভাব আমাদের ড. মনমোহন সিংকে মনে করিয়ে দিচ্ছে।’ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন।
বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক টি এন নিনানের লেখা বইটির ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এনডিটিভির ব্যবস্থাপনা সম্পাদক শ্রীনিবাসন জৈন।
অনুষ্ঠানে একসময়ের মোদির বড় ভক্ত শুরি বলেন, ‘মানুষ বলে, অন্তত ড. মনমোহন জ্ঞানী ছিলেন।’
এসব মন্তব্য যখন করা হয়, তখন ড. মনমোহন সিং দর্শক সারিতে উপস্থিত ছিলেন।
এনডিএ সরকার (বিজেপি নেতৃত্বাধীন) ও ইউপিএ (কংগ্রেস নেতৃত্বাধীন) সরকারের মধ্যে পার্থক্য কী জানতে চাওয়া হয় অরুণ শুরির কাছে। তিনি বলেন, কংগ্রেস সরকারের সঙ্গে গরু যোগ করলে যা হয়, তা-ই হলো প্রধানমন্ত্রী মোদির সরকার। গত মাসে উত্তর প্রদেশে গো-মাংস খাওয়ার গুজবে দাদরি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করেন শুরি।
অরুণ শুরি বলেন, নীতি (এনডিএ ও ইউপিএ সরকারের) সব একই। যেকোনো সময়ের তুলনায় বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয় সবচেয়ে দুর্বল এবং প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালনায় দক্ষ কেউ নেই।
লেখক-সাংবাদিক অরুণ শুরি দাবি করেন, শিল্পপতিরা সরকারের বিরুদ্ধে কিছু বলতে ভয় পান। শিল্পপতিদের যাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান, পুরো সত্য কথা বলেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা আশ্চর্য হয়ে বলেন কী হচ্ছে এবং বলেন অনুগ্রহ করে কিছু করুন। আর সংবাদমাধ্যমের সামনে তাঁরা সরকারকে ১০-এর মধ্যে নয় নম্বর দেন।’