গণেশ পূজার প্যান্ডেলে ঈদের নামাজ

কোরবানির ঈদের (ঈদুল আজহার) দিনে ভারতের মুম্বাই নগরীর ঘটনা। ঈদের খুশির পাশাপাশি মুম্বাইয়ে সেদিন মহাসমারোহে পালিত হচ্ছিল গণেশ চতুর্দশীর শেষ দিকের আনুষ্ঠানিকতা। মুম্বাইয়ের শহরতলির কোলাবা এলাকার একটি মাঠে ‘গণেশ সেবাসংঘ উৎসব মণ্ডল’ নামে একটি সংগঠন ১৭ সেপ্টেম্বর থেকে আয়োজন করেছিল গণপতি পূজার। পাশেই রহমাতিয়া তালিমুল কোরআন নামে স্থানীয় একটি মাদ্রাসার লাগোয়া মসজিদে ঈদের জামাত। একদিকে ঈদের জামাত, আরেকদিকে বড় পরিসরে গণপতি পূজা।
ঈদের দিন সকালে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজ পড়তে এলেন। জামাতের কাতার দাঁড় হওয়ার পর দেখা গেল স্থান সংকুলান হচ্ছে না। জায়গা করে দিলেন গণপতির ভক্তরাই। ঈদে গণপতি মন্দিরেই নামাজ পড়লেন এক হাজার ৩০০ মুসলিম ধর্মাবলম্বী মানুষ।
সাম্প্রদায়িক সম্প্রীতির এই দৃশ্য ভারতে সাড়া ফেলেছে বেশ। নিমিষে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ছবি। বিরল এই দৃশ্য নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার আগে পোস্ট করেছিলেন গণেশ উৎসব মণ্ডল পূজা কমিটির এক সদস্য অসীম আহুজা। তিনি লেখেন, ‘মনুষ্যত্বই শ্রেষ্ঠ ধর্ম। এর ওপরে আর কোনো ধর্ম থাকতে পারে বলে আমরা বিশ্বাস করি না।’