ভারতে এবার সবজি ভক্ষণ নিষিদ্ধের দাবি!

ভারতের কয়েকটি স্থানে মাংস নিষিদ্ধ করা নিয়ে বির্তকের মধ্যেই এক মুসলিম ঈদুল আজহায় সবজি নিষিদ্ধের দাবি তুলেছেন। এ ব্যাপারে তিনি চেঞ্জ ডট অর্গ-এ একটি পিটিশনও করেছেন। তাঁর যুক্তি, প্রাণীর মতো গাছেরও প্রাণ রয়েছে, অনুভূতি রয়েছে। তাই সবজিও নিষিদ্ধ করতে হবে।
কৌতুক অভিনেতা ফালাহ ফয়সাল তাঁর ওই পিটিশনে লিখেছেন, জৈন ধর্মাবলম্বীদের উৎসব ‘পযুর্সান’ উপলক্ষে কয়েকটি রাজ্যে মাংস নিষিদ্ধ করা হয়েছে। তাই ঈদুল আজহায় সবজি নিষিদ্ধ করা উচিৎ। কারণ তাদেরও ‘অনুভূতি’ রয়েছে। ফয়সাল বলেন,‘নবী তাঁর নিজের ছেলেকে কোরবানি দিতে ইচ্ছুক ছিলেন। আমি আশা করি, আমরা সকলে একদিনের জন্য সবজি খাওয়া ছেড়ে দেব।’
ফয়সাল যুক্তি দিয়ে বলেন, ‘রমজান মাসে আমরা যেমন রোজা করি, তেমনি নিরামিষভোজীরাও একদিন না খেয়ে থাকতে পারেন।’