তসলিমা নাসরিনের ভারতের ভিসা বাতিল হচ্ছে না

তসলিমা নাসরিনের ভারতে থাকার ভিসা বাতিল করা হচ্ছে না। অর্থাৎ কোনো বাধা ছাড়াই ভারতে থাকতে পারবেন তিনি। তাঁর ভারতের ভিসা বাতিলের জন্য করা একটি আবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন দেশটির হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা একটি মামলার মাধ্যমে তসলিমা নাসরিনের ভারতে থাকার ভিসা বাতিলের আবেদন করা হয়েছিল।
ভিসা বাতিলের আবেদন খারিজ হয়ে যাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। ভারত থেকে তাঁকে তাড়ানোর চেষ্টার চক্রান্ত সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
এই বাংলাদেশি লেখিকার ভারতে থাকার ভিসা বাতিল করার জন্য দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়। মামলার আবেদনে বলা হয়, ভিসার মাধ্যমে ভারতে বসবাস করে এখানে সিনেমার চিত্রনাট্য লেখায় তসলিমা আইন ভেঙেছেন। সেইসাথে ২০১৩ সালে পশ্চিমবঙ্গে একটি টেলিভিশন সিরিয়ালের জন্য স্ক্রিপ্ট তৈরি করতে গিয়ে তসলিমা ভারতবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হন বলেও আবেদনে অভিযোগ করা হয়।
এসব কারণ দেখিয়ে তসলিমা নাসরিনের ভিসা বাতিলের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে ‘অল ইন্ডিয়া হিউম্যান রাইট অ্যান্ড সোস্যাল জাস্টিস ফ্রন্ট’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়, জনস্বার্থবিরোধী কাজ করায় তসলিমা নাসরিনের ভিসা বাতিল করা হোক।
তবে গতকাল মঙ্গলবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জি রোহিনীর ডিভিশন বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। আদালত বলেন, এই মামলার সঙ্গে জনস্বার্থের কোনো সম্পর্ক নেই।
দিল্লি হাইকোর্টের এই রায়ের পর আজ বুধবার দুপুরে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তসলিমা নাসরিন। আজ নয়াদিল্লিতে তসলিমা নাসরিন সাংবাদিকদের বলেন, ‘দিল্লি হাইকোর্টের এই রায়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। বাংলাদেশে যেভাবে আমাকে চক্রান্ত করে তাড়ানো হয়েছিল, সেইভাবে আমাকে ভারত থেকেও তাড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল। কিন্তু সেই চক্রান্তকারীরা সফল হয়নি।’