ভারতে গৃহকর্মীর বেতন হচ্ছে ৯ হাজার টাকা

ভারতে এখন থেকে পরিচারক-পরিচারিকাদের প্রতি মাসে বেতন দিতে হবে নয় হাজার টাকা করে। এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। শিগগিরই এই মর্মে প্রস্তাব পেশ হতে চলেছে। বর্তমানে ন্যূনতম ৫০০ টাকা বেতনে পরিচারক ও পরিচারিকা রাখা যায়। কিন্তু কেন্দ্রের এই নির্দেশ চালু হলে পরিচারক কিংবা পরিচারিকা রাখতে ইচ্ছুক পরিবারকে বাধ্যতামূলকভাবে নয় হাজার টাকা বেতন দিতেই হবে।
আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশ হতে চলেছে পরিচারক-পরিচারিকাদের জন্য জাতীয় নীতি। ভারতের পরিচারক-পরিচারিকাদের ওপর হওয়া শোষণ রুখতে ও সুরক্ষা দিতে গৃহকর্মী নীতি প্রণয়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়।
বন্দারু জানিয়েছেন, আন্তর্জাতিক শ্রম সংগঠনের নির্ধারিত শ্রমমানের ওপর ভিত্তি করে এই নীতি চালু করা হবে।
এদিকে, গৃহকর্মীদের কল্যাণে নেওয়া কেন্দ্রের এই সিদ্ধান্তের ফল কার্যত হিতে বিপরীত হবে বলেই মনে করছেন অনেকে। কারণ মধ্যবিত্ত পরিবার যারা বেতন দিয়ে গৃহকর্মী রাখতে সক্ষম, তাদের বার্ষিক আয় হয়তো এক লাখ টাকা। সে ক্ষেত্রে কেন্দ্রের এই নিয়ম চালু হলে মাসিক নয় হাজার টাকা বেতন দিয়ে পরিচারক কিংবা পরিচারিকা রাখা অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। ফলে অনেকেই গৃহে পরিচারক ও পরিচারিকা রাখতে পারবেন না। এর ফল অদূর ভবিষ্যতে ভারতের গৃহকর্মীদের যে কর্মসংকট দেখা দেবে না তার নিশ্চয়তা কে দেবে!
এ ছাড়া প্রতি পরিবারের ওপর গৃহকর্মীদের জন্য বিমার টাকা দেওয়ার যে দায়িত্ব কেন্দ্র চাপিয়ে দিতে চাইছে, তা প্রকারান্তরে সাধারণ মানুষকে শোষণে পরিণত হতে চলেছে। মূলত কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই বিল পাস হলে ভারতে কোনো পরিবার পরিচারক ও পরিচারিকা রাখতে গেলে মাসিক নয় হাজার টাকা তো ফি দিতেই হবে, পাশাপাশি গৃহকর্মীদের যাবতীয় সুবিধাও বাধ্যতামূলকভাবে দিতে হবে।