আদনান সামি ভারতে থাকতে পারলে আমি কেন নয়?

‘গায়ক আদনান সামি ভারতে থাকতে পারলে আমি কেন থাকতে পারব না?’ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কটাক্ষ করে এই প্রশ্ন তুললেন বাংলাদেশের বিতর্কিত লেখক তসলিমা নাসরিন। তিনি দাবি করেন, ‘আদনান সামি গায়ক হিসেবে যদি ভারতে থাকতে পারেন, তাহলে লেখিকা হিসেবে আমিও ভারতে থাকতে পারি।’ গত বুধবার বিকেলে নিজের ফেসবুক ওয়ালে ক্ষোভ প্রকাশ করেন তসলিমা।
তসলিমা নাসরিন নিজের ফেসবুক অ্যাকাউন্টের ওয়ালে লেখেন, ‘আদনান সামিকে ভারতের স্বরাষ্ট্র রমন্ত্রণালয় বলে দিয়েছে, সে সারা জীবন ভারতে বসবাস করতে পারবে। অথচ আমার বেলায় সারা জীবন ভারতে বসবাস করার কোনো ব্যবস্থা হচ্ছে না কেন শুনি? প্রতিবছর ভারতে থাকার জন্য ভিসা হবে কি হবে না তা নিয়ে আমাকে টেনশনে মরতে হয়। আদনান সামি গান গায়, আমি গান গাই না। সে কারণে আমি থাকতে পারব না? আমি তো হেঁড়ে গলায় এখন গান ধরতে পারব না। আমার গলায় গানটান আসে না। কিন্ত আমি তো বই লিখি। লেখা কি কোনো গুণ নয়? আমার বই তো ভারতের অনেকগুলো ভাষায় অনূদিত হয়েছে। আমার অনেকগুলো বই বেস্ট সেলার লিস্টেও আছে। আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? আমার বেলায় অন্য নিয়ম কেন? নাকি ইমাম-মোল্লারা আমাকে পছন্দ করে না, আদনান সামিকে পছন্দ করে বলে?’