মহাকাশ স্টেশনে গেলেন আরো তিন নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ফাইল ছবি
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গেলেন আরো তিন নভোচারী। এই নভোচারীদের একজন রুশ এবং অপর দুজন মার্কিন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বাসস।
খবরে জানানো হয়, তিন নভোচারী পাঁচ মাসের মিশনে ‘সয়ুজ এমএস০৬’ মহাকাশযানে চেপে আজ বুধবার গ্রিনিচ মান সময় ০২-৫৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। রাশিয়ার রসকসমস মহাকাশ কেন্দ্রের ওয়েবসাইটেও এ খবরটি জানানো হয়েছে।
রসকসমসের রুশ নভোচারী আলেকজান্দার মিসুরকিন ও যুক্তরাষ্ট্রের নাসার মহাকাশচারী মার্ক ভেন্দে হেই ও জো আকাবাকে বহনকারী সয়ুজ রকেটটি স্থানীয় সময় ৩ টা ১৭ মিনিটে যাত্রা করে।
এই তিন নভোচারী আগে থেকেই আইএসএসে থাকা ইটালিয়ান পাওলো নেসপলি, রাশিয়ান সার্গেই রিয়াজনস্কি ও যুক্তরাষ্ট্রের র্যান্ডি ব্রেসনিকের সঙ্গে মিলিত হচ্ছেন।