পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তান চেষ্টা করেছিল। মাঝারি পুঁজি নিয়েও ম্যাচ নিয়ে যায় শেষ ওভারে। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১০ রান, হাতে পাঁচ উইকেট। দুই বল হাতে রেখেই তা টপকে যায় ভারত। এশিয়া কাপের ফাইনালে রোববার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ভারত। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন তারা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ১৯.১ ওভারে অলআউট হয় ১৪৬ রানে। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৫০ রান করে ভারত।
রান তাড়ায় শুরুতেই খেই হারায় ভারত। স্কোরবোর্ডে ২০ রান তুলতে হারায় ৩ উইকেট। পুরো আসরে ব্যাট হাতে ঝড় তোলা অভিষেক শর্মা দাঁড়াতে পারেননি। ৬ বলে ৫ রান করে ফাহিম আশরাফের শিকার হন। আরেক ওপেনার শুভমান গিল ফেরেন ১০ বলে ১২ রান করে। তাকেও বিদায় করেন ফাহিম। অধিনায়ক সূর্যকুমার যাদব ১ রান করে শাহিন আফ্রিদির বলে সাজঘরে ফিরলে চাপে পড়ে ভারত।
সেখান থেকে ভারতকে টেনে তোলেন তিলক ভার্মা। অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। দলকে জিতিয়ে মাঠ ছাড়ার আগে তিনটি চার ও চারটি ছক্কায় ৬৯ রান আসে তিলকের ব্যাট থেকে। তাকে সঙ্গ দেন সঞ্জু স্যামসন ও শিভাব দুবে। আবরার আহমেদের বলে কাটা পড়ার আগে ২১ বলে ২৪ করেন সঞ্জু। ২২ বলে ৩৩ রান করেন ফাহিমকে উইকেট বিলিয়ে দেন দুবে। ততক্ষণে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। যা পূর্ণতা পায় জয়ে।
পাকিস্তানের পক্ষে ফাহিম তিনটি এবং আফ্রিদি ও আবরার নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাটিয়ে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান মিলে। ৯.৪ ওভারে আসে ৮৪ রান। জুটি ভাঙেন বরুন চক্রবর্তী। ৩৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রান করেন ফারহান। ৩৫ বলে সমান দুটি করে চার ও ছক্কা মারা ফখরকেও ফেরান বরুন।
ওয়ানডাউনে নামা সাইম আইয়ুব ১১ বলে ১৪ রান করে কুলদীপ যাদবের শিকার হন। এরপরই শুরু হয় পাকিস্তানের ছন্দপতন। ১১৩ রানে ১ উইকেট থেকে তারা পরিণত হয় ১৩৪ রানে ৮ উইকেট। ২১ রানের ব্যবধানে ৭ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি তাদের। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনজন। সবমিলিয়ে আটজন থেমেছেন দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে।
ভারতের পক্ষে কুলদীপ চারটি এবং বরুণ, বুমরাহ ও অক্ষর নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ১৯.১ ওভারে ১৪৬/১০ (ফারহান ৫৭, ফখর ৪৬, সাইম ১৪, হারিস ০, সালমান ৮, তালাত ১, নাওয়াজ ৬, আফ্রিদি ০, ফাহিম ০, রউফ ৬, আবরার ১; দুবে ৩-০-২৩-০, বুমরাহ ৩.১-০-২৫-২, বরুন, ৪-০-৩০-২, অক্ষর ৪-০-২৬-২, কুলদীপ ৪-০-৩০-৪, তিলক ১-০-৯-০)
ভারত : ১৯.৩ ওভারে ১৫০/৫ (অভিষেক ৫, গিল ১২, যাদব ১, তিলক ৬৯*, সঞ্জু ২৪, দুবে ৩৩, রিংকু ৪*; আফ্রিদি ৪-০-২০-১, ফাহিম ৪-০-২৯-৩, নাওয়াজ ১-০-৬-০, রউফ ৩.৪-০-৫০-০, আবরার ৪-০-২৯-১, সাইম ৩-০-১৬-০)
ফল : ভারত ৫ উইকেটে জয়ী