এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ভারত

এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ক্রিকেটের অন্যতম বড় দ্বৈরথটি মঞ্চস্থ হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ঐতিহাসিক ম্যাচে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) টস জিতে বোলিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘উইকেট দেখে বেশ ভালো মনে হচ্ছে। আমরা যে ধরণের খেলা খেলে এসেছি, সেভাবেই খেলতে চাই।’
পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘ম্যাচ নিয়ে আমরা সবাই বেশ রোমাঞ্চিত। আমরা এখন পর্যন্ত পারফেক্ট ম্যাচ খেলতে পারিনি, আজ সেটি খেলতে চাই।’
এশিয়া কাপ শুরু হয়েছিল ১৯৮৪ সালে। টুর্নামেন্টটির ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে ১৭তম আসর এটি। এশিয়া কাপে ভারত মোট ১১ বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে ৮ বার। পাকিস্তান ৫ বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে ২ বার। মহাদেশীয় এই টুর্নামেন্টে দুদল অনেকবার মুখোমুখি হলেও আগের ১৬ আসরের ফাইনালে একবারও দেখা হয়নি ভারত-পাকিস্তানের।