টিভি ও অনলাইনে ভারত-পাকিস্তান ফাইনাল দেখবেন যেভাবে

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় লড়াই ছাপিয়ে এবার আলোচনায় মাঠে তাদের বিতর্কিত কর্মকান্ড। উত্তাপ ছড়ানো এই ঐতিহাসিক ফাইনালটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। এশিয়া কাপের ফাইনালে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর এই ফাইনালটি সরাসরি দেখতে চোখ রাখতে হবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়া, সনি লিভে দেখা যাবে ম্যাচ। অনলাইনে দর্শকরা খেলা দেখতে পারবেন ট্যাপম্যাড ও টফি অ্যাপে।
এশিয়া কাপ শুরু হয়েছিল ১৯৮৪ সালে। টুর্নামেন্টটির ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে ১৭তম আসর এটি। এশিয়া কাপে ভারত মোট ১১ বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে ৮ বার। পাকিস্তান ৫ বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে ২ বার। মহাদেশীয় এই টুর্নামেন্টে দুই দল বহুবার মুখোমুখি হয়েছে। তবে এর আগের ১৬ আসরের ফাইনালে একবারও দেখা হয়নি ভারত-পাকিস্তানের।
চলমান এশিয়া কাপেই দুবার মুখোমুখি হয়েছে ভারত আর পাকিস্তান। দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তান লড়াই করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে যতটুকু লড়াই করেছে, সেটা মাঠে আসা দর্শক কিংবা টেলিভিশনের সামনে থাকা দর্শকদের মন ভরাতে পারেনি।
সর্বশেষ ভারত ও পাকিস্তান কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল আট বছর আগে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। সেটি অবশ্য ছিল ওয়ানডে ফরম্যাট।