এশিয়া কাপের ইতিহাসে প্রথম ভারত-পাকিস্তান ফাইনাল আজ

এশিয়া কাপ ২০২৫ এখন পর্দা নামার অপেক্ষায়। এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচটি নতুন এক ইতিহাস গড়তে চলেছে। এশিয়া কাপের ৪১ বছরের ইতহাসে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ফাইনাল। ক্রিকটেবিশ্ব এখন দেখার অপেক্ষায় চিরপ্রতিদ্বন্দী দুই দেশের মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয়ী হয় কোন দল।
এশিয়া কাপের ফাইনালে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮ টায়।
এশিয়া কাপ শুরু হয়েছিল ১৯৮৪ সালে। টুর্নামেন্টটির ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে ১৭তম আসর এটি। এশিয়া কাপে ভারত মোট ১১ বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে ৮ বার। পাকিস্তান ৫ বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে ২ বার। মহাদেশীয় এই টুর্নামেন্টে দুই দল বহুবার মুখোমুখি হয়েছে। তবে এর আগের ১৬ আসরের ফাইনালে একবারও দেখা হয়নি ভারত-পাকিস্তানের।
এশিয়া তো বটেই ক্রিকেট বিশ্বেই অন্যতম বড় ক্রিকেট মহারণ দেখা যায় এই দুই দলের খেলায়। তবে সাম্প্রতিক সময়টা ঠিক তেমন যাচ্ছে না। মাঠের বাইরে আগের চেয়ে ঝাঁঝ বাড়লেও ২২ গজের লড়াইয়ে ঠিক তেমনটা দেখা যায়নি। বরং সেখানে একচ্ছত্র আধিপত্য ভারতেরই।
চলমান এশিয়া কাপেই দুইবার মুখোমুখি হয়েছে ভারত আর পাকিস্তান। দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে তো পাকিস্তান লড়াই করতেই পারেনি। দ্বিতীয় ম্যাচে যতটুকুও লড়াই করেছে, সেটা মাঠে আসা দর্শক কিংবা টেলিভিশনের সামনে থাকা দর্শকদের মন ভরাতে পারেনি।
টি-টোয়েন্টিতে মুখোমুখি পরিসংখ্যানেও বেশ এগিয়ে ভারত। এখন পর্যন্ত মোট ১৬ বারের দেখায় ভারত জিতেছে ১২ বার। বিপরীতে পাকিস্তানের জয় মাত্র তিন বার। একটি ম্যাচ টাই হয়েছে।
এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠের পরিসংখ্যানেও পিছিয়ে গেছে পাকিস্তান। এই মাঠে মোট পাঁচবারের দেখায় ভারতের জয় তিনটি আর পাকিস্তানের দুটি।
তবে খেলাটা ফাইনাল! যেখানে অন্যরকম এক উত্তাপ থাকে, অন্যরকম এক মানসিকতা থাকে। ক্রিকেটের ধরনটাই বদলে যায় যেখানে। সেই মঞ্চে অবশ্য ভারতের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি না হলেও অন্যান্য টুর্নামেন্টের ফাইনালে সবমিলিয়ে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে পাকিস্তানের জয় সাতটি আর ভারতের জয় তিনটি।
সর্বশেষ ভারত ও পাকিস্তান কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল আট বছর আগে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। সেটি অবশ্য ছিল ওয়ানডে ফরম্যাট।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টি। যেখানে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন এবং র্যাঙ্কিংয়ের ১ নম্বর দল। অন্যদিকে পাকিস্তান ৭ নম্বর দল। ম্যাচটি যেহেতু ফাইনাল, তাই অতীত পরিসংখ্যান পেছনে ফেলে খেলার মোড়টাও যেকোনো দিকেই ঘুড়ে যেতে পারে।
ফাইনালে ক্রীকেটীয় লড়াইয়ের বাইরেও এই ম্যাচে নজর থাকবে অন্যদিকে। আগের দুই ম্যাচেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে টস কিংবা খেলা শেষে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। সর্বশেষ ম্যাচে বিতর্কিত ভঙ্গিতে উদযাপনে আলোচনায় আসেন পাকিস্তানের হারিস রউফ ও সাহিবজাদা ফারহান।
ফাইনালের আগে আইসসি থেকে শাস্তি পেয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার রউফ। ক্রিকেট থেকে রাজনীতিকে আলাদা করতে না পারা দুটি দেশে এখন ফাইনালের মঞ্চে কি করে, সেটি দেখতেই অপেক্ষা করছে দর্শক-সমর্থকরা।