জয়পুরহাটকে হারিয়ে শিরোপা জিতল নারায়ণগঞ্জ

মুন্নু স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়পুরহাট প্রমিলা নারী ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে নারায়ণগঞ্জ প্রমিলা নারী ফুটবল দল।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহীরচর স্কুল মাঠে বারাহী প্রগতি সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্য দেন আফরোজা খানম রিতা। তিনি গ্রামীণ পর্যায়ে নারী ফুটবলের এই আয়োজনকে ‘অনন্য উদ্যোগ’ হিসেবে আখ্যা দেন।
আফরোজা খানম রিতা বলেন, খেলাধুলার মাধ্যমে নারী সমাজের ক্ষমতায়ন সম্ভব। পাশাপাশি, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা গড়ে উঠবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করবে।
খেলা শেষে তিনি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলা দেখতে মাঠে স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আ. ফ. ম. নুরতাজ আলম বাহার, আ. ত. ম. লোদী, শামীম আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ফজলুল হক, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকরা।