নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারাল ভারত

এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কার নিয়মরক্ষার ম্যাচে দেখা গেল রোমাঞ্চ আর উত্তেজনার চূড়ান্ত রূপ। ভারতের দেওয়া বড় লক্ষ্যের জবাবে পাথুম নিসাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির পরও শ্রীলঙ্কা ম্যাচ জিততে পারেনি। রোমাঞ্চকর এক ম্যাচ ড্র হওয়ার পর ফলাফল গড়িয়েছে সুপার ওভারে। সেখানেও নাটকীয়তা শেষে ভারত জয় পেয়েছে প্রথম বলেই।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়েছে ভারত। টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে ভারত। জবাবে লঙ্কানরাও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ২০২ রান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে প্রথম বলেই ৩ রান নিয়ে জিতে নেয় ভারত।
ভারত-শ্রীলঙ্কার মধ্যকার সর্বশেষ দুইট টি-টোয়েন্টি ম্যাচই গড়ালো সুপার ওভারে। আগের ম্যাচটি ছিল ২০২৪ সালে পাল্লেকেলেতে। কাকতালীয়ভাবে, সেখানেও সুপার ওভারে শ্রীলঙ্কা করেছিল ২ রান। আর ভারত জিতেছিল প্রথম বলে বাউন্ডারি মেরে।
দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা, তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ করে ভারত। এ ম্যাচে ভারত বিশ্রাম দেয় জাসপ্রিত বুমরাহ ও শিভাম দুবেকে। টস হেরে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা খেলেন ৩১ বলে ৬১ রানের ইনিংস। এরপর সমস্যান করেন ২৩ বলে ৩৯ রান। শেষ দিকে তিলক ভার্মার অপরাজিত ৩৪ বলে ৪৯ রানে ও অক্ষরের ১৫ বলে ২১ রানে ২০২ করে ভারত।
জবাবে শ্রীলঙ্কাও খেলল দারুণভাবে। কুসাল মেন্ডিস শুরুতে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে বিধ্বংসী এক জুটি গড়েনে নিসাঙ্কা ও কুসাল পেরেরা। দুজন মিলে গড়েন ৭০ বলে ১২৭ রানের জুটি। ১১ ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ১৩০। বাকি ৯ ওভারে দরকার ৭৩। সহজ ভাবেই লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছিল তারা।
কিন্তু বিপত্তি বাঁধে ১৩ তম ওভারে। এই ওভারের দ্বিতীয় বলে কুসাল পেরেরা ৩২ বলে ৫৮ রান করে আউট হন। ১২ থেকে ১৫, এই চার ওভারে মাত্র দুটি চার মারতে পারে শ্রীলঙ্কা, রান আসে কেবল ৩১। চাপে পড়ে যায় লঙ্কানরা।
শ্রীলঙ্কার শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। উইকেটে ছিলেন সেঞ্চুরি করা নিসাঙ্কা। কিন্তু প্রথম বলেই তিনি আউট হলে লঙ্কানদের জয় পাওয়াটা কঠিন হয়ে পড়ে। শেষমেষ খেলা গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রান করে শ্রীলঙ্কা। ভারত প্রথম বলেই তুলে নেয় ৩ রান, জয় নিশ্চিত করে।
সুপার ওভারে প্রথম বলেই কুসাল পেরেরা আউট হন। এরপর রান আসেনি বলার মতো। রানআউট নাটক, রিভিউ ও কনফিউশন মিলে জমে ওঠে উত্তেজনা, তবে শেষ পর্যন্ত ভারতের জয় নিশ্চিত হয় ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই ৩ রান নিয়ে।
লঙ্কানরা হারলেও ৫৮ বলে ৬ ছক্কা ও ৭ চারে ১০৭ রান করে ম্যাচ সেরা হন নিসাঙ্কা। এটিই এবারের টু্র্নামেন্টের প্রথম শতক।
আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনালে মুখোমুখি হতে চলেছে। এবারের আসরের গ্রুপ পর্ব ও সুপার ফোর—দুবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২০২/৫ ( তিলক ৪৯*, অক্ষর ২১*, অভিষেক ৬১, গিল ৪, সূর্যকুমার ১২, স্যামসন ৩৯, পান্ডিয়া ২; থুসারা ৪-০-৪৩-০, থিকশানা ৪-০-৩৬-১, চামিরা ৪-০-৪০-১, হাসারাঙ্গা ৪-০-৩৭-১, শানাকা ২-০-২৩-১, আসালাঙ্কা ২-০-১৮-১)
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০২/৫ (শানাকা ২২*, লিয়ানাগে ২*, নিসাঙ্কা ১০৭, কুসাল ০, পেরেরা ৫৮, আসালাঙ্কা ৫, কামিন্দু মেন্ডিস ৩; পান্ডিয়া ১-০-৭-১, আর্শদিপ ৪-০-৪৬-১, হার্শিত ৪-০-৫৪-১, অক্ষর ৩-০-৩২-০, কুলদিপ ৪-০-৩১-১, বরুণ ৪-০-৩১-১)
ফল: ম্যাচ টাই ও সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত।