সহ-অধিনায়ক পরিবর্তন করে ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহ্যবাহী টেস্ট সিরিজ অ্যাশেজ। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় মাঠে গড়াবে সিরিজটি। তবে এর দুই মাস আগেই গতকাল (২৩ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের অ্যাশেজ দলে বড় পরিবর্তন এসেছে। ওলি পোপের জায়গায় হ্যারি ব্রুককে নতুন সহ-অধিনায়ক করা হয়েছে।
পোপের জায়গায় তিন নম্বর ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে জ্যাকব বেথেলকে। পোপ ভারত সিরিজে শতক দিয়ে শুরু করেছিলেন, কিন্তু ধারাবাহিকতা না থাকায় সিরিজ শেষে তার গড় নেমে আসে ৩৪-এ। স্টোকসের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে শেষ টেস্টে ইংলিশদের নেতৃত্বে দেন পোপ। ম্যাচটি তারা ৬ রানে হেরে যায়।
স্কোয়াডে সবচেয়ে বড় চমক উইল জ্যাকসের টেস্ট দলে ফেরা। পাকিস্তানে ২০২২ সালে দুটি টেস্ট খেলা জ্যাকস এবার শোয়েব বাশিরের জায়গায় রিজার্ভ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন। দলে জায়গা পাননি স্পিনার রেহান আহমেদ, লিয়াম ডসন ও জ্যাক লিচ।
ভারত সিরিজে কাঁধে চোট পাওয়া ক্রিস ওকস দল থেকে বাদ পড়েছেন। দলে ফিরেছেন ম্যাথু পটস ও মার্ক উড। হাঁটুর চোঠের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন উড। উড বাদে দলে থাকা পেসার ম্যাথু পটস, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও জশ টাং প্রথমবার অ্যাশেজ সফরে খেলতে যাচ্ছেন।
অ্যাশেজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। একই দিনে এই সিরিজেরও দল ঘোষণা করেছে তারা। কিউইদের বিপক্ষে ১৮, ২০ ও ২৩ অক্টোবর টি-টোয়েন্টি এবং ২৬, ২৯ অক্টোবর ও ১ নভেম্বর তারা ওয়ানডে সিরিজ খেলবে।
দুটি সিরিজেই ইংলিশদের নেতৃত্বে দেবেন ব্রুক। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জ্যাক ক্রলি। টি-টোয়েন্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বেন ডাকেট, জেমি স্মিথ ও জফরা আর্চারকে।
অ্যাশেজ ২০২৫-২৬ সূচি (অস্ট্রেলিয়া):
১ম টেস্ট: ২১–২৫ নভেম্বর (পার্থ)
২য় টেস্ট: ৪–৮ ডিসেম্বর (ব্রিসবেন)
৩য় টেস্ট: ১৭–২১ ডিসেম্বর (অ্যাডিলেড)
৪র্থ টেস্ট: ২৬–৩০ ডিসেম্বর (মেলবোর্ন)
৫ম টেস্ট: ৪–৮ জানুয়ারি (সিডনি)
ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড:
বেন স্টোকস (অধিনায়ক), হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), জ্যাকব বেথেল, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, জশ টাং, মার্ক উড, ম্যাথু পটস।