দক্ষিণ আফ্রিকাকে লজ্জায় ডুবিয়ে ইংল্যান্ডের ইতিহাস

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোববার (৭ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। যদিও প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে মাত্র ২০.৫ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ৭২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইংল্যান্ড। দুই ওপেনার জো রুট ও জ্যাকব বেথেল দুর্দান্ত সেঞ্চুরি করেন। রুট ১০০ রান করে আউট হলেও, বেথেল খেলেন ১১০ রানের অনবদ্য ইনিংস। এছাড়া জেমি স্মিথ ৬২ এবং জস বাটলার মাত্র ৩২ বলে ৬২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন।
৪১৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইংলিশ বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন করবিন বোস। এছাড়া ১৭ রান আসে কেশব মাহারাজের ব্যাট থেকে। চোটের কারণে ব্যাট করতে পারেননি অধিনায়ক টেম্বা বাভুমা।
ইংল্যান্ডের হয়ে বল হাতে আগুন ঝরান জোফরা আর্চার। একাই ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া আদিল রশিদ ৩টি এবং ব্রাইডন কার্স ২টি উইকেট লাভ করেন। এর আগে ওয়ানডেতে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছিল ভারতের। ২০২৩ সালে তারা শ্রীলঙ্কাকে ৩১৭ রানের ব্যবধানে হারিয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ল ইংল্যান্ড।