ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন যেভাবে

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচটি ছিল একপেশে। তবে সেই ম্যাচে লড়াই ছাপিয়ে আলোচনায় আসে দুই দলের হাত না মেলানোর ঘটনা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে বহু নাটকীয়তার পর সেই ঘটনার সমাধান হয়েছে। অনিশ্চয়তা কাটিয়ে দুই চিরপ্রতিদ্বন্দী আবার মাঠে নামছে। একই মাঠ, ম্যাচ রেফারি হিসেবেও থাকছেন সেই পাইক্রফট। উত্তাপ ছড়ানো ম্যাচটি এখন শুধু মাঠে গড়ানোর অপেক্ষায়।
সুপার ফোরের ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার (২১ সেপ্টেম্বর) রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।
খেলাটি দেখতে বাংলাদেশের বেশিরভাগ দর্শকই চোখ রাখেন টিভিতে বা অনলাইন প্ল্যাটফর্মে। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচটি টিভিতে সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া, সনি লিভে দেখা যাবে ম্যাচ। অনলাইনে দর্শকরা খেলা দেখতে পারবেন ট্যাপম্যাড অ্যাপে ও টফিতে।
ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ে ভারত বেশ এগিয়ে। টি-টোয়েন্টিতে ১৫ বারের দেখায় ভারত জিতেছে ১১ বার, পাকিস্তান তিন বার এবং একটি ম্যাচ টাই হয়।
কিন্তু দুবাইয়ের পরিসংখ্যানে দুই দলের জয়-পরাজয় সমান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার বারের দেখায় পাকিস্তানের দুই জয়ের বিপরীতে ভারতও জয় পেয়েছে দুটি ম্যাচে।
২০১৪ সাল থেকে ভারত-পাকিস্তানের ৯ টি-টোয়েন্টির মধ্যে আটবার জয় পেয়েছে রান তাড়া করা দল। এর মধ্যে চারটি আবার দুবাইতে। সর্বশেষ এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচেও রান তাড়া করে জিতেছে ভারত।
১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পেয়েছে ভারত। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ১২৭ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।