নানার দেশকে হারানোর অনুভূতি জানালেন সাইফ

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শুভসূচনা করেছে বাংলাদেশ। ম্যাচে দুরন্ত পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে গেছেন সাইফ হাসান। তুলে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় অর্ধশতক। হয়েছেন ম্যাচসেরা। মজার ব্যাপার, সাইফ এমন অনবদ্য ইনিংস খেলেছেন নিজের নানাবাড়ির বিরুদ্ধে।
সাইফের বাবা বাংলাদেশি হলেও মা শ্রীলঙ্কান। ৪৫ বলে ৬১ রান করা সাইফকে শনিবার (২০ সেপ্টেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় এই ব্যাপারে। জানতে চাওয়া হয়, মামা বাড়ির বিপক্ষে এমন ইনিংস খেলে কেমন লাগছে? সাইফ বেশ বিনয়ের সঙ্গে উত্তর দিয়েছেন।
সাইফ বলেন, ‘না ওরকম কিছু না। শ্রীলঙ্কায় আমি এখনও ওখানে যাই-ই নাই। আম্মুর ফ্যামিলি রয়েছে, আমি যাই-ই নাই। আমি জানি না। আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল। দলের জন্য অবদান রাখতে পেরেছি। আশা করি, আরও ভালো করতে পারব।’
এশিয়া কাপে গ্রুপ পর্বে সুপার ফোরে উঠতে আফগানিস্তোনের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের ওপর নির্ভর করতে হয়েছে বাংলাদেশকে। সুপার ফোরের প্রথম ম্যাচে এসেই লঙ্কানদের হারিয়ে দিল টাইগাররা।
এই জয় বাংলাদেশের ফাইনালে যাওয়ার পথটাকে সহজ করেছে। সাইফ মনে করেন, এখন বড় স্বপ্ন দেখার সাহস সময়। তিনি বলেন, ‘অবশ্যই, বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে এবং আমাদের পুরো মনোযোগ এখন সেই ম্যাচেই থাকবে। পরেরটা পরে দেখা যাবে।’