এশিয়া কাপ
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

টস করছেন দুই অধিনায়ক। ছবি : এসিসি
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ম্যাচের চেয়ে বেশি কিছু। কী নেই একটি ম্যাচে? ঐতিহ্য, আভিজাত্য, অহং, মর্যাদা—ম্যাচ ছাপিয়ে আরও বড় হয়ে ওঠে কলেবর। সেই ঝাঁঝ নিয়ে আবারও মাঠে নামছে দুই দল। সুপার ফোরের লড়াইয়ে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে তারা। টস জিতে বোলিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
সূর্যকুমার বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচই নকআউট ভেবে খেলছি। টস জিতে বোলিং নেওয়ার কারণ দুবাইয়ের পিচ কিছুটা ধীরগতির।’
পকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘টস জিতলে আমরাও বোলিং নিতাম। নতুন ম্যাচ এটি। নতুন চ্যালেঞ্জ। দলের সবাই ফুরফুরে মেজাজে আছে।’
মাঠের খেলার বাইরে আলোচনায় আসে দুই দলের হাত না মেলানো ইস্যু। টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। গ্রুপ পর্বের মতো আজও হাত মেলাননি দুই অধিনায়ক।