মেসির সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন এমি!

লিওনেল মেসির প্রতি এমিলিয়ানো মার্টিনেজের ভালোবাসা ও বন্ধুত্ব ফুটবল বিশ্বে বেশ পরিচিত। এমির চোখে মেসিই একমাত্র কমপ্লিট ফুটবলার। এবার মেসির সেই ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থকে দলে ভেড়াতে আগ্রহী ইন্টার মায়ামি। কানাডার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম 'ওয়েকিং দ্য রেড'-এর প্রতিবেদনে জানা গেছে এমন খবর।
অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমি মার্টিনেজের সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু করেছে মায়ামি। সম্প্রতি মায়ামির মূল গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার শার্লট এফসিতে যোগ দেওয়ায় বিকল্প খুঁজছে তারা। অ্যাস্টন ভিলা অবশ্য মার্টিনেজের জন্য মোটা অঙ্কের ট্রান্সফার ফি দাবি করছে, যা ১৭ থেকে ৪০ মিলিয়ন ইউরোর মধ্যে হতে পারে।
৩২ বছর বয়সী এমি নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের প্রথম ম্যাচে খেলেননি, যা তার ক্লাব ছাড়ার গুঞ্জন আরও জোরালো করেছে। যদি এই চুক্তি সফল হয়, তবে মার্টিনেজ মেসির সঙ্গে আবারও খেলার সুযোগ পাবেন।
এদিকে যত দিন গড়াচ্ছে ততই যেন মেসির বন্ধু-সতীর্থদের মিলনস্থলে পরিণত হচ্ছে মায়ামি। সর্বশেষ অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। আগে থেকে আছেন বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা, সার্জিও বুস্কেটসরা। এমি সেখানে হতে পারেন নতুন সংযোজন।