মেসিকে নিয়ে সুখবর দিলেন মায়ামি কোচ

গত বছর থেকে চোট যেন লিওনেল মেসির মায়ায় জড়িয়ে পড়েছে। ঘনঘনই ফিরে আসছে তার কাছে। এই চোটের কারণেই সর্বশেষ দুই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন ফুটবল জাদুকরের। গ্যালারিতে বসে হারতে দেখেছেন দলকে। তবে এবার মেসিকে নিয়ে সুখবর জানালেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।
আগামীকাল রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মাঠে নামবে মায়ামি। চেজ স্টেডিয়ামে প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে প্রস্তুত মেসি। শুক্রবার (১৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন কোচ মাসচেরানো।
মেসির মাঠে ফেরা নিয়ে সাংবাদিকদের মাসচেরানো বলেন, ‘লিও ভালো আছে। বুধবার (১৩ আগস্ট) থেকে দলের সঙ্গে অনুশীলন করছে। অদ্ভুত কিছু না ঘটলে রোববারের ম্যাচে তার স্কোয়াডে থাকা উচিত।’
এর আগে গত ২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে ডান পায়ের মাংসপেশিতে চোট পান আর্জেন্টাইন সুপারস্টার। সে ম্যাচে মাত্র ১১ মিনিট খেলতে পারেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। সেই চোট কাটিয়ে গত ১৩ আগস্ট দলের সঙ্গে অনুশীলনে ফেরেন মেসি। এবার ম্যাচে ফেরার পালা।
চোটের কারণে মেসি মাঠের বাইরে থাকাকালীন দুটি ম্যাচ খেলেছে মায়ামি। প্রথম ম্যাচে লিগস কাপে পিউমাসের বিপক্ষে মায়ামির ৩-১ গোলে জয় পায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। কিন্তু পরের ম্যাচে এমএলএসে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৪-১ গোলের হার দেখে মায়ামি।
বর্তমানে ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে আছে মায়ামি। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।