মেসি ও মায়ামিকে থামিয়ে দিল টরন্টো

লিওনেল মেসিতে ভর করেই মেজর লিগ সকারে (এমএলএস) জয় পেয়ে আসছিল ইন্টার মায়ামি। আর্জেন্টাইন এই তারকা গোল ও অ্যাসিস্টেই টানা তিন ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছিল মায়ামি। কিন্তু টরন্টো এফসির বিপক্ষে মেসির গোল না পাওয়াতে থেমে গেছে মায়ামির জয়ের ধারা।
এমএলএসের ম্যাচে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে টরন্টো এফসির সঙ্গে ১–১ গোলে ড্র করেছে মায়ামি।
ঘরের মাঠে মেসিদের আটকে দেওয়ার পেছনে মূল ভূমিকা রাখেন টরন্টো পোস্টে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকা গোলরক্ষক শন জনসন। ম্যাচজুড়ে ৬২ শতাংশ বলের দখল রেখে ৯টি শট নিয়েছিল মায়ামি, যেখান থেকে লক্ষ্যে ছিল ৬টি। দুর্দান্তভাবে সেভ দিয়ে যার ৫টি ঠেকিয়ে দিয়েছেন জনসন, যেখানে ৪টিই ছিল মেসির শট।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মায়ামির একমাত্র গোল করেন তাদেও আলেন্দে। জর্দি আলবার ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান আলেন্দে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
কিন্তু দ্বিতীয়ার্ধে লিডটা ধরে রাখতে পারেনি মায়ামি। ম্যাচের ৬০ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে টরন্টোকে সমতায় ফেরান দোরদে মিহাইলোভিচ। এরপর অনেকবার আক্রমণ চালিয়েও আর গোল না হলে ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এই ম্যাচে গোল না পেলেও এমএলএসে দারুণ ছন্দে আছেন মেসি। এর আগের তিন ম্যাচে নিজে ৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩টি গোল। ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি।
এই ড্র-তে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ১৬ জয়, ৮ ড্র ও ৬ হারে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে ইন্টার মায়ামি। তাদের চেয়ে ২ ম্যাচ বেশি খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।