মেসির জোড়া গোলে মায়ামির জয়

লিওনেল মেসির জাদুতে আবারও জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। সর্বশেষ ম্যাচে এই আর্জেন্টাইন সুপারস্টারের জোড়া গোলেই সিয়াটলকে হারিয়েছিল মায়ামি। পরের ম্যাচে মাঠে নেমে আবারও করলেন জোড়া গোল, পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরো একটি গোল। আর এতেই মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে জয় নিশ্চিত হয়েছে মায়ামির।
মায়ামির চেজ স্টেডিয়ামে আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকালে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
ঘরের মাঠে ম্যাচজুড়ে আধিপত্যটা ধরে রেখেছিল হাভিয়ের মাসচেরানোর দল। ৬৩ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নেয় মায়ামি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। অন্যদিকে ডিসি ইউনাইটেড ১০টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি।
ম্যাচের ৩৫ মিনিটেই তাদেও আলেন্দের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। নিজেদের অর্ধ থেকে মেসির বাড়ানো দূরপাল্লার পাস থেকে বল পেয়ে ইউনাইটেডের বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে ডিসি ইউনাইটেডকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান বেনটেকে। ব্রেন্ডন সার্ভানিয়ার ক্রসে মাথা ছুঁয়ে বল জালে জড়ান তিনি।
এরপর ৬৬ মিনিটে মেসির গোলে আবারও এগিয়ে যায় মায়ামি। জর্দি আলবার দারুণ এক পাস ধরে বক্সের ভেতর বল পেয়ে যান মেসি। এরপর গোলরক্ষকের খুব কাছে থেকে নিচু শটে বল জালে জড়ান তিনি।
৮৫ মিনিটে এই আর্জেন্টাইন সুপারস্টারের দ্বিতীয় গোলে ব্যাবধান ৩-১ করে মায়ামি। চলতি মৌসুমে মেসির ২২তম গোল এটি। গোলটি আসে বক্সের বাইরে থেকে তার বাঁ-পায়ের চিরচেনা শটে। সার্জিও বুসকেটসের পাস পেয়ে কিছুটা সামনে এগিয়ে বক্সের মাথা শট নিলে তা পোস্টের বাম কোণা দিয়ে জালে জড়িয়ে যায়। অসাধারণ এই শটটি লাফিয়েও ইউনাইটেড গোলরক্ষক নাগাল পাননি।
ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে জ্যাকব ম্যুরেলের গোলে ব্যবধান কমায় ডিসি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এই জয়ে ২৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে রয়েছে ইন্টার মায়ামি। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া।