প্রত্যাবর্তনেই চমক, গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

হ্যামস্ট্রিং চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। চোট কাটিয়ে ফিরেই বাঁ পায়ের জাদুতে ইন্টার মায়ামিকে দারুণ এক জয় উপহার দিলেন এই আর্জেন্টাইন তারকা। আজ রোববার (১৭ আগস্ট) মাঠে ফিরেন বদলি হিসেবে। ২ ম্যাচ পর মাঠে ফিরে নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করালেন আরো একটি গোল। এতেই মেজর লিগ সকারে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল এলএ গ্যালাক্সি। তবে আক্রমণের দিক থেকে দাপট দেখিয়ে জয় পেয়েছে মায়ামি, ২৯টি শট নিয়ে তারা ৮টি লক্ষ্যে রাখে। অন্যদিকে ৫৪ শতাংশ বল দখলে রেখে মাত্র ৫ শটের তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় এলএ গ্যালাক্সি ।
প্রথমার্ধের ৪৩ মিনিটে সার্জিও বুসকেটসের সহায়তায় আলবার গোলে ম্যাচে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে এলএ গ্যালাক্সিকে সমতায় ফেরান জোসেফ পেন্টসিল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তেলাস্কো সেগোভিয়ার বদলি হিসেবে মাঠে নামেন মেসি। আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দি পলের সহায়তায় মেসির গোলে ম্যাচের ৮৪ মিনিটে আবারো এগিয়ে যায় মায়ামি। কয়েক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে শট নেন আর্জেন্টাইন তারকা। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ার আগেই সেটি জালে জড়িয়ে যায়।
এবার ৮৯ মিনিটে মেসির সহায়তায় গোল করে ব্যবধান ৩-১ করেন লুইস সুয়ারেজ। দারুণ এক ব্যাকহিলে বক্সের ভেতর সুয়ারেজকে পাস দেন মেসি। এরপর কিছুটা সামনে এগিয়ে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান তারকা।
মেজর লিগের ইস্টার্ন কনফারেন্সে এই মৌসুমে ১৯তম গোল করলেন মেসি। এই জয়ে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলে ৫ নম্বরে আছে মায়ামি। তাদের চেয়ে ২ ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন।