পাকিস্তানের রান পাহাড়ে চাপা পড়ে বড় হার বাংলাদেশের

বাংলাদেশ ‘এ’ দলের নির্বিষ বোলিংয়ে রানের পাহাড় দাঁড় করায় পাকিস্তান শাহিনস। সেই রান টপকাতে রীতিমতো ইতিহাস গড়তে হতো বাংলাদেশকে। জিসান আলম আর সাইফ হাসানের শুরুর ব্যাটিং আশা দেখালেও বাকিরা করেছেন হতাশ। এতে রান পাহাড়ে চাপা পড়ে প্রথম ম্যাচেই বড় হার দেখেছে বাংলাদেশ ‘এ’ দল।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান শাহিনস। জবাব দিতে নেমে ১৬ ওভার ৫ বলে ১৪৮ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ৭৯ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান।
বড় রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে বিদায় নেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ফেরার আগে ৫ বল ৪ রান করেন তিনি। তবে সেই ধাক্কা সামলে দুর্দান্ত ব্যাটিং করেন জিসান আর সাইফ। ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়েন তারা। ১৭ বলে ৩৩ রান করে জিশান বিদায় নিলে ভাঙে সেই জুটি।
জিসান ফিরলেও আরও কিছুক্ষণ তাণ্ডব চালান সাইফ। তুলে নেন ব্যক্তিগত অর্ধশত রান। ৩২ বলে ৫৭ রান করে বিদায় নেন সাইফ। তার বিদায়েই যেন সব আশা নিরাশায় পরিণত হয়। এরপর দায়িত্ব নিতে পারেননি আফিফ হোসেন ধ্রুব-মাহিদুল ইসলাম অঙ্কন-নুরুল হাসান সোহানরা। বাংলাদেশ গুটিয়ে যায় দেড়শ’ পেরোনোর আগেই।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার খাজা নাফে আর ইয়াসির খান। দুজনে তাণ্ডব চালান বাংলাদেশি বোলারদের উপর। উদ্বোধনী জুটিতে তুলেন ১১৮ রান। ৩১ বলে ৬১ রান করে নাফে রান আউটের শিকার হলে ভাঙে সেই জুটি।
তবুও থামেনি পাকিস্তানের তাণ্ডব। ব্যক্তিগত অর্ধশত স্পর্শ করেন আরেক ওপেনার ইয়াসিরও। ৪০ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। এটাই পাকিস্তানের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। তিনে নেমে ২৭ বলে অপরাজিত ৫০ রান করেছেন আব্দুল সামাদ। এ ছাড়া ১২ বলে ২৫ রান করেছেন ইরফান খান।