বাবরকে টপকে গেলেন রোহিত

ব্যাটহাতে ২২ গজে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানি তারকা বাবর আজমের। চেনা ছন্দ হারিয়ে খুঁজছেন তিনি। এক সময় দলের অটো চয়েস এই তারকার এখন ১৫ জনের স্কোয়াডেই জায়গা হয় না। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেলেও ব্যর্থ ছিলেন ব্যাটহাতে। বাবরের এমন ব্যর্থতা সুযোগ করে দিয়েছে ভারতীয় তারকা রোহিত শর্মাকে। টপকে গেছেন বাবরকে।
আজ বুধবার (১৩ আগস্ট) র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানেই ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছেন বাবর। দুই থেকে নেমে গেছেন তিন নম্বরে।
গত পাঁচ মাসে কোনো ওয়ানডে না খেললেও বাবরের ব্যর্থতায় উন্নতি হয়েছে রোহিতের। ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে তিন নম্বর থেকে দুই নম্বরে উঠে এসেছেন তিনি। সেরা দশে এছাড়া আর কোনো পরিবর্তন আসেনি।
তবে ব্যাটারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস। গতকালই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। সেটাকে রূপান্তর করেছেন সেঞ্চুরিতে। দুই রেকর্ড গড়া সেই ইনিংসের পুরষ্কার পেলেন এবার। র্যাঙ্কিংয়ে ৮০ ধাপ এগিয়েছেন তিনি। ব্রেভিস উঠে এসেছেন ২১ নম্বরে।
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হাফসেঞ্চুরি করেছিলেন টিম ডেভিড। সেটার পুরষ্কার হিসেবে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ছুঁয়েছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ১০ নম্বরে।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই ফিফটি করা অস্ট্রেলীয় ব্যাটসম্যান টিম ডেভিডও ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে উঠেছেন। ছয় ধাপ এগিয়ে দশে উঠেছেন ডেভিড। সমান ছয় ধাপ উন্নতি হয়েছে আরেক অসি ব্যাটার ক্যামেরন গ্রিনেরও। তিনি আছেন ১৭ নম্বরে।
টি-টোয়েন্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের দুই নম্বর থেকে চার নম্বরে নেমে গেছেন আরেক অসি তারকা ট্রাভিস হেড। একধাপ করে উন্নতি করে যথাক্রমে দুই ও তিন নম্বরে উঠে এসেছেন ভারতীয় তারকা তিলক ভার্মা ও ইংলিশ ব্যাটার ফিল সল্ট।
অন্যদিকে টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন হেনরি। ৯.১২ গড়ে ১৬ উইকেট নিয়ে সিরিজ সেরা হওয়া হেনরি উঠে এসেছেন ক্যারিয়ার সর্বোচ্চ তিনে। এক ধাপ এগিয়েছেন নিউজিল্যান্ডের এই ডানহাতি। হেনরি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে আছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। আর দুই নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।