দৌড়ে প্রথম হয়ে নাহিদ ‘এলিট’, বাকিরা কে কেমন করলেন?

টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছুটা অবসর সময় পান জাতীয় দলের ক্রিকেটাররা। এশিয়া কাপকে সামনে রেখে আবারও তাদের মাঠে ফিরতে হয়েছে বুধবার থেকে। এরপর দুইদিনের ফিটনেস ক্যাম্প শেষে আজ তারা পরীক্ষা দিয়েছে। যেখানে ‘এলিট’ বেঞ্চমার্কে দৌড় শেষ করেছেন শুধু নাহিদ রানা।
আজ সোমবার (১০ আগস্ট) জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস টার্ফে ফিটনেস টেস্টে অংশ নেন ক্রিকটোররা। সকাল ৬টা থেকে শুরু হয়ে সাড়ে ৮টা পর্যন্ত টেস্ট চলেছে। দুই ধাপে হয়েছে টেস্ট। এসময় তাদের পর্যবেক্ষণ করেন বিসিবির ট্রেনার নাথান কেলি।
প্রথম ধাপে অংশ নেন ১১ জন ক্রিকেটার। সেখানে ১ হাজার ৬০০ মিটার দৌড় ৫ মিনিট ৩১ সেকেন্ডে শেষ করে প্রথম হয়েছেন নাহিদ রানা। দ্বিতীয় হয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং তৃতীয় মুশফিকুর রহিম।
দ্বিতীয় ধাপে ১৫ জনের মধ্যে প্রথম হয়েছেন তানজিম হাসান সাকিব। তিনি দৌড় শেষ করতে সময় নেন ৫ মিনিট ৫৩ সেকেন্ড। শাহাদাত হোসেন দিপু দ্বিতীয় এবং পারভেজ হোসেন ইমন তৃতীয় হয়েছেন।
এখানে জাতীয় দলের জন্য তিনটি বেঞ্চমার্ক ঠিক করা আছে। কেউ যদি ৫ মিনিট ৪০ সেকেন্ডে দৌড় শেষ করতে পারেন, তাহলে তাঁকে ‘এলিট’, ৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে ৬ মিনিট ২০ সেকেন্ড সময় লাগলে তাকে ‘কম্পিটেন্ট’ বা ‘সন্তোষজনক’ এবং এর চেয়ে বেশি সময় লাগলে তাকে ‘লিমিটেড’ হিসেবে ধরা হয়।
এই হিসেবে একমাত্র ‘এলিট’ বেঞ্চমার্কে আছেন নাহিদ রানা। এছাড়া দুই একজন বাদে মোটামুটি সবাই সন্তোষজনকভাবে পার করেছেন।
এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের মধ্যে ফিটনেস টেস্টে ছিলেন না বেশ কয়েকজন। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় ছিলেন না। এছাড়া ‘এ’ দলের হয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গেছেন ৪ ক্রিকেটার।