নেদারল্যান্ডস সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

এশিয়া কাপের প্রস্তুতি সারতে চলতি মাসে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। সেই আমন্ত্রণে সাড়াও দিয়েছিল দেশটি। জানা গিয়েছিল, চলতি মাসের শেষদিকে মাঠে গড়াতে পারে সেই সিরিজ। এবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেদারল্যান্ডস সিরিজের সূচি প্রকাশ করেছে বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। পরের তিনদিন সিলেটে অনুশীলন করবে তারা।
তিন ম্যাচের সিরিজে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ আগস্ট। একদিন বিরতি দিয়ে ১ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ৩ সেপ্টেম্বর শেষ ম্যাচে মাঠে নামবে লিটন দাসের দল। সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রি। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এশিয়া কাপের আগে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। এই সিরিজ দিয়েই এশিয়া কাপের প্রস্তুতি নিতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই সিরিজ পিছিয়ে যাওয়ায় বিসিবির কাছে আরেকটি সিরিজ আয়োজনের দাবি জানিয়েছিলেন অধিনায়ক লিটন দাস।
এশিয়া কাপে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে দুবাইয়ে। যেখানে সাধারণ স্পোর্টিং উইকেট দেখা যায়। সেটির প্রস্তুতি নিতে একই ধরনের উইকেটে খেলার কথা জানিয়েছিল বিসিবি। সেজন্য এই সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেটে।
বড় দলগুলোর ব্যস্ত সূচি থাকায় বিসিবি চেষ্টা করছিল নেপাল কিংবা নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ আয়োজনের। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে রাজি করায় বোর্ড।