ওভাল টেস্টের প্রথম দিনেই বড় ধাক্কা ইংল্যান্ডের

ভারত-ইংল্যান্ডের চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ ম্যাচে বড় ধাক্কা খেল স্বাগতিক ইংল্যান্ড। এমনিতেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দলের অভিজ্ঞ দুই পেসার জোফরা আর্চার আর ব্রাইডন কার্সকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। চোটের কারণে নেই সিরিজজুড়ে দুর্দান্ত খেলা অধিনায়ক বেন স্টোকসও। অনভিজ্ঞ পেস ইউনিটের দায়িত্ব ছিল ক্রিস ওকসের কাঁধে। কিন্তু সেই কাঁধেও এবার থাবা বসাল চোট।
গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) শেষ টেস্টের প্রথম দিনই চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ওকস। ইংলিশ এই পেসারের অবস্থা দেখে মনে হচ্ছিল চলমান টেস্টে আর মাঠে নামা হবে না তার। প্রথম দিনের খেলা শেষে ওকসের সতীর্থ গাস অ্যাটকিনস বিবিসি স্পোর্টকে বলেছিলেন, ‘তাঁর অবস্থা দেখে ভালো মনে হচ্ছে না। তিনি যদি এই ম্যাচে আবার খেলতে নামেন, তাহলে বিস্মিত হব।’
এবার সেই শঙ্কাই সত্যি হলো। আজ বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কাঁধের চোটের কারণে চলমান ওভাল টেস্ট থেকে ছিটকে গেছেন ওকস। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে বিবিসিকে নিশ্চিত করা হয়েছে, ওভাল টেস্টে আর খেলতে পারবেন না ওকস। সিরিজ শেষ হওয়ার পর ওকসের কাঁধের চোটের বিস্তারিত মূল্যায়ন করা হবে।
গতকাল প্রথম দিনের ৫৭তম ওভারে জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন করুণ নায়ার। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ড্রাইভ দিয় বাউন্ডারি বাঁচান ওকস। কিন্তু সেই সময় বাঁ কাঁধে চোট পান এই পেসার। কিছুক্ষণ ব্যথায় কাতরানোর পর ইংল্যান্ড দলের ফিজিওর সহায়তায় বাঁ হাত সোয়েটারে জড়িয়ে মাঠ ছাড়েন ওকস।
আর্চার, কার্স, স্টোকসদের অনুপস্থিতে ইংল্যান্ডের পেস আক্রমণের বড় দায়িত্ব ছিল ওকসের কাধে। তার চোট নিশ্চিতভাবেই ইংল্যান্ডের বোলিং আক্রমণে প্রভাব ফেলবে।