দলের প্রয়োজনে এক হাতে ব্যাট করতে প্রস্তুত ওকস

ওভাল টেস্টের প্রথম দিনে বাউন্ডারি লাইনে বল ঠেকাতে গিয়ে বাম কাঁধে গুরুতর আঘাত পান ক্রিস ওকস। স্ক্যান করার পর দেখা যায় তার কাঁধের হাড় নড়ে গেছে। এরপর পঞ্চম টেস্ট থেকে ছিটকে যান তিনি। তবে তার দল এখন জয়ের খুব কাছাকাছি। ৩৫ রান দরকার, হাতে আছে ৪ উইকেট। যে কারণে তাকে ব্যাট হাতে নামতেও হতে পারে। আর এর জন্য প্রস্তুত ওকস। প্রযোজন হলে এক হাতেই ব্যাট করবেন তিনি এমনটিই জানিয়েছেন জো রুট।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, ওকসের কাঁধের চোট অনেক বেশি গুরুতর, অস্ত্রপচার করতে হতে পারে। সেক্ষেত্রে তাকে কমপক্ষে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে। ৩৬ বছর বয়সী এই পেসার গতকাল রোববার (৩ আগষ্ট) ওভালের ইনডোরে এক হাতে ব্যাটিং অুনশীলনও করেছেন। দলের প্রয়োজনে এক হাতে ব্যাটিং করতেও প্রস্তুত তিনি। যে কারণে রুট তাকে নিয়ে বলেন, ইংল্যান্ডের জন্য ওকসের এই আত্মত্যাগ ‘জীবনকে ঝুঁকিতে ফেলার মতো’।
চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলন এসে রুট বলেন, ‘ও আমাদের মতোই পুরোপুরি প্রস্তুত ও মনোযোগী। এই সিরিজটা এমন ছিল যেখানে খেলোয়াড়দের নিজেদের সব কিছু উজাড় করে দিতে হয়েছে। আশা করি, এমন কঠিন পরিস্থিতি আর আসবে না। তবে ও একসময় ইনডোর নেটে ব্যাটিং অনুশীলন করেছে, মানে সে তৈরি যদি দরকার হয়। ও ভীষণভাবে চায় দলের জন্য যা প্রয়োজন, সেটা করতে।’
তবে ওকসের মাঠে নামা নিয়ে নিশ্চিত নন রুট। তিনি বলেন, ‘‘সে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এটা (দলের প্রতি নিবেদন) তার কাছে অনেক অর্থবহ। এটা ওর ব্যক্তিত্ব আর মানসিকতা দেখায়, ইংল্যান্ডের জন্য নিজের শরীরকেও ঝুঁকিতে ফেলতে সে প্রস্তুত। আশা করি, এমন কিছু করতে হবে না, কিন্তু যদি করতে হয়, তাহলে সে হয়তো আমাদের জিতিয়ে এই অসাধারণ সিরিজটা শেষ করতে পারবে।’
দলের জরুরি প্রয়োজনে এর আগেও ইনজুরি নিয়ে নেমে গেছেন বেশ কয়েকজন। ম্যালকম মার্শাল ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে ভাঙা আঙুল নিয়ে ব্যাট করেছিলেন এক হাতে। সেলিম মালিক বাঁ হাতে প্লাস্টার করে ১৯৮৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফায়সালাবাদ টেস্টে ব্যাটিংয়ে নেমে খেলেছিলেন ১৪টি ডেলিভারি।
তামিম ইকবাল খান ২০১৮ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুর দিকে চোট নিয়ে মাঠ ছাড়লেও শেষ জুটিতে ক্রিজে গিয়ে এক হাতে ব্যাট করেছেন।