বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখা যাবে যে চ্যানেলে

মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। সেটার প্রভাব পড়ছে মাঠের বাইরেও। চলতি বছরে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজ সম্প্রচারের জন্য তখন কোনো টেলিভিশন খুঁজে পায়নি বিসিবি। শেষমেষ বাধ্য হয়ে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে দেখানো হয় ওই সিরিজ।
চলতি মাসেই বাংলাদেশে আসছে পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এই সিরিজের মিডিয়া স্বত্ত্ব বিক্রির জন্য ৪ কোটি টাকা দর হাঁকিয়েছিল বিসিবি। ফলে শুরুর দিকে মিডিয়া স্বত্ত্ব কিনতে আগ্রহ দেখায়নি কোনো প্রতিষ্ঠান। ফলে আবারও শঙ্কায় পড়েছিল সিরিজটি সরাসরি টেলিভিশনে দেখানো নিয়ে। তবে, সেই শঙ্কা কেটে গেছে।
২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি সিরিজ সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস। আজ শুক্রবার (১১ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে টি-স্পোর্টস।
চলতি বছর টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর তিনটি সিরিজ খেললেও এখনো ঘরের মাঠে খেলেনি বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে অধিনায়ক হিসেবে মিশন শুরু করতে যাচ্ছেন লিটন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২০ জুলাই সন্ধ্যা ৬টায়। ২২ ও ২৪ জুলাই মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রসঙ্গত, অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পরে দ্বিতীয় সিরিজেই পাকিস্তানের মুখোমুখি হয়েছিল লিটনের দল। পাকিস্তানের ঘরের মাটিতে সেই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেটার প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে।