বাংলাদেশের বিপক্ষে চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

জুলাইয়ের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (৮ জুলাই) ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান স্কোয়াডে যুক্ত হয়েছে নতুন দুই মুখ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার সালমান মির্জা ও ব্যাটার আহমেদ দানিয়াল। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দলে জয়গা পেয়েছেন এই ডানহাতি পেসার। পিএসএলে এবারের আসরে ৪ ম্যাচে ১৫.০০ গড় এবং ৯.৬৪ ইকোনমি রেটে ৯ উইকেট পেয়েছেন মির্জা।
পাকিস্তানের অভিজ্ঞ দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান দলে জায়গা পাননি। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল শিরোপাজয়ী অধিনায়ক পেসার শাহিন শাহ আফ্রিদিও দলে নেই। আরেক পেসার নাসিম শাহরও সুযোগ হয়নি দলে। এছাড়া চোটের কারণে অলরাউন্ডার শাদাব খান ও পেসার হারিস রউফ ছিটকে গেছেন দল থেকে।
সালমান আঘার নেতৃত্বে পাকিস্তান দল বাংলাদেশে পৌঁছাবে ১৬ জুলাই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। একই ভেন্যুতে ২২ ও ২৪ জুলাই দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
চলতি বছর মে-জুনে ঘরের মাঠে টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড
সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস ( উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।