ম্যাচ হারের পরে যা বললেন লিটন

প্রথম দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সুযোগ ছিল ধবলধোলাইয়ের স্বপ্ন পূরণের। প্রথমবার টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৭৪ রানের বড় ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে ধবলধোলাই এড়িয়েছে পাকিস্তান।
প্রথম দুই ম্যাচে মিরপুরে রান খরা দেখা গেছে। সেটি নিয়ে প্রকাশ্যেই মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তানের কোচ। সেই রান খরা কাটিয়ে এদিন অবশ্য মিরপুরে চার-ছক্কার বৃষ্টি ঝড়িয়েছে পাকিস্তান। বড় রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল ম্যান ইন গ্রিনরা। সেই লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ পিষ্ট হয়েছে। ব্যাটিং ব্যর্থতায় লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অধিনায়ক লিটন দাস বলেন, ‘সবাই এখন পর্যন্ত দারুণ ক্রিকেট খেলেছে। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালোই ছিল, কিন্তু এই ম্যাচে আমরা ঠিকমতো ব্যাটিং করতে পারিনি। যেকারণে ম্যাচ হেরেছি।’
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। ফলে শেষ ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেখানে বেঞ্চের শক্তি পরীক্ষা করেছে বাংলাদেশ। পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল টাইগররা। সেটা নিয়ে লিটন দাস বলেন, ‘আমরা কিছু নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছি। আমি মনে করি এটা ইতিবাচক ব্যাপার। আমরা সঠিক পথেই এগোচ্ছি।’