ব্যাটিং ধসে ধুঁকছে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচে দেড়শও ছুঁতে পারেনি কোনো দেশ। ওই রান তুলতেও হাঁসফাঁস করতে দেখা গেছে দুই দলকে। সেই গণ্ডি পেরিয়ে সিরিজের শেষ ম্যাচে ২০০ রানের কাছাকাছি পুঁজি দাঁড় করিয়েছে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতা ঘিরে ধরেছে বাংলাদেশকে। পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এরপর গেছে আরও দুই উইকেট। সবমিলিয়ে ব্যাটিং বিপর্যয়ে মহাবিপদে টাইগাররা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। শুরু থেকেই ব্যাটিং ধ্বসে পড়ে লিটন দাসের দল। কোনো রান যোগ করার আগেই ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক লিটন দাসও। ৮ বলে ৮ রান করে ফাহিম আশরাফের বলে বোল্ড হয়ে যান তিনি।
মেহেদী হাসান মিরাজ দায়িত্ব নেওয়ার চেষ্টা করলেও তিনিও ফিরেছেন দ্রুতই। ২ চারে ৮ বলে ৯ রান এসেছে তার ব্যাট থেকে। যাওয়া-আসার এই মিছিল লম্বা করেছেন জাকের আলী অনিক আর শেখ মাহেদি হাসান। জাকের ফিরেছেন ১ রানে আর মাহেদি কোনো রান করার আগেই।
আশা দেখানো শামীম হোসেনও ফিরেছেন নিরাশ করে। দ্বিতীয় ম্যাচের মতো এদিনও কাট করতে গিয়ে ইনসাইড লেগে বোল্ড হয়েছেন তিনি। ফেরার আগে করেছেন ৫ বলে ৫ রান। সুযোগ কাজে লাগাতে পারেননি ওপেনার মোহাম্মদ নাঈম শেখও। অনেকখন উইকেটে কাটিয়ে টেস্ট সুলভ ব্যাটিং করে ফিরেছেন তিনি। ১৭ বল থেকে করতে পেরেছেন মোটে ১০ রান।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছিল পাকিস্তান।