লিটন-শামীমের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতা গ্রাস করেছিল বাংলাদেশকে। ৭ রান তুলতেই দুই ওপেনারকে হারায় টাইগাররা। সেই ব্যর্থতা অবশ্য বড় হতে দেয়নি অধিনায়ক লিটন দাস। রান খরায় ডুবে থাকা লিটনের ব্যাট আজ হেসেছে। সামনে থেকে দায়িত্ব নিয়ে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন দলকে।
আজ রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য লঙ্কানদের করতে হবে ১৭৮ রান।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের শুরুতেই জোড়া ধাক্কা খায়। ইনিংসের পঞ্চম বলেই ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। নুয়ান থুষারার বলে বোল্ড হয়ে ফেরার আগে রানের খাতাই খুলতে পারেননি তিনি। পরের ওভারে একই পথে হাঁটেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। এদিন ৮ বলে ৫ রান করে ফেরেন তিনি।
শুরুর সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন অধিনায়ক লিটন দাস আর তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেট ৫৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তারা। মন্থর ব্যাটিং ছেড়ে যখনই রানের গতি বাড়ানোর চেষ্টা করেছেন, তখন আরেক দফা বিপর্যয় দেখে বাংলাদেশ।
১২তম ওভারে জোড়া আঘাত হানেন বিনুরা ফার্নান্দো। ওভারের প্রথম বলেই কুশাল পেরেরাকে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। এর আগে ২৫ বলে ৩১ রান করেন তিনি। আর চতুর্থ বলে স্কুপ করতে গিয়ে ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজ। ২ বলে ১ রান করে ফেরেন তিনি।
একপ্রান্ত আগলে রাখা লিটন এরপর জুটি বাঁধেন শামীম হোসেনের সঙ্গে। পঞ্চম উইকেট জুটিতে খোলস থেকে বেড়িয়ে ব্যাট চালিয়ে খেলেন দুজন। ৩৯ বলে ৭৭ রান আসে এই জুটিতে। ৫০ বলে ৭৬ রান করে লিটন ফিরলে ভাঙে এই জুটি। লিটনের ইনিংসটি সাজানো ছিল এক চার আর ৫ ছক্কায়। জাকের আলী অনিকও ফিরে যান দ্রুতই। ২ বলে ৩ রান করে।
তবে আরও কিছুটা সময় লঙ্কান বোলারদের শাসন করেন শামীম। ক্যামিও ইনিংসে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন তিনি। শেষে ওভারে ২৭ বলে ৪৮ রান করে রান আউটে কাটা পড়েন তিনি। ইনিংসের শেষ বলে চার মেরে ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১১৭/৭ (ইমন ০, তামিম ৫, হৃদয় ৩১, মিরাজ ১, লিটন ৭৬, জাকের ৩, শামীম ৪৮, রিশাদ ০*, সাইফউদ্দিন ৬*; থুষারা ৪-০-৩০-১, বিনুরা ৪-০-৩১-৩, শানাকা ২-০-২৩-০, থিকসানা ৪-০-৩০-১, ভ্যানডেরসি ৪-০-৪০-০, করুনারত্নে ২-০-১৮-০)