বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে, কীভাবে দেখবেন?

ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশের। আজ বুধবার (২ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল ৩টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। টিভির পাশাপাশি টি-স্পোর্টসের অ্যাপেও সাবস্ক্রিবশন নিয়েও খেলাটি দেখা যাবে। টফি, সনি লিভ অ্যাপেও সাবস্ক্রিপশন নিয়ে খেলাটি দেখা যাবে। এছাড়া টিভিতে টিএনটি স্পোর্টস, টিএনটি স্পোর্টস ১, সনি টেন স্পোর্টস ২ এইচডিতে খেলাটি দেখানো হবে।
জিততে ভুলে বসা বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়েই হয়তো ফিরতে চাইবে। তবে এখানেও যে তাদের সুখস্মৃতি নেই, লঙ্কানদের বিপক্ষে প্রেমাদাসায় কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি বাংলাদেশ।
বাংলাদেশ এর আগে কখনোই শ্রীলঙ্কায় তাদের বিপক্ষে কোন সিরিজ জিততে পারেনি। ২০০৭ সালে মাহমুদউল্লাহর অভিষেকের পর থেকে এই প্রথম বাংলাদেশ পঞ্চপাণ্ডবের সবাইকে ছাড়া মাঠে নামছে। নতুন এক শুরুর প্রত্যাশা নিয়েই তারা মাঠে নামছে আজ। তরুণদের হাতে ভর করেই শ্রীলঙ্কায় প্রথম সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ ম্যাচ খেলে মাত্র ১২টি জিতেছে বাংলাদেশ। আর হেরেছে ৪৩ ম্যাচে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ওয়ানডে রেকর্ড বেশ হতাশাজনক। ২৪ ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে টাইগাররা। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তবে দুই দলের শেষ পাঁচ দেখায় তিনটিতে জিতেছে বাংলাদেশ আর দুটিতে হেরেছে। এটার সঙ্গে বাংলাদেশকে কিছুটা হলেও অনুপ্রেরণা দিবে সর্বশেষ সিরিজ। ২০২৪ সালের মার্চে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
বাংলাদেশ ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।