আফিফ-জিসানের হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের

আগের ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে রানে ফিরেছেন জিসান-আফিফরা। রানের ধারা অব্যাহত রেখেছেন ইয়াসির আলীও। এই তিন ব্যাটারের দৃঢ়তায় টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
আজ শনিবার (২৩ আগস্ট) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। জয়ের জন্য অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির প্রয়োজন ১৭৬ রান।
টসে জিতে ব্যাট করতে নেমে আজ শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার জিসান আলম আর মোহাম্মদ নাঈম শেখ। পাওয়ার-প্লেতে উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান।
শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে থাকেন জিসান। যদিও নাঈম ছিলেন ঠিক তার উল্টো। মন্থর গতিতে ব্যাট করেন তিনি। নাঈম ১৭ বলে ১৫ রান করে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।
তিনে নামা সাইফ হাসান যেনো কপি করেছেন নাঈমকে। তিনি ফিরেছেন ১৯ বলে ১৫ রান করে। গতকাল এশিয়া কাপের দলে সুযোগ পেয়ে আজই ব্যর্থ হলেন তিনি। একই অবস্থা অধিনায়ক নুরুল হাসান সোহানেরও। ৮ বলে ৬ রান করে ফিরেছেন তিনি।
বাকিদের ব্যর্থতার ভীরে আলো ছড়িয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার জিসান। এরপর অবশ্য তিনিও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৫ চার আর এক ছক্কায় ৩৮ বলে ৫০ রান করে ফেরেন তিনি।
শেষ দিকে ঝড় তুলে আফিফ হোসাইন আর ইয়াসির আলি চৌধুরীর জুটি। শেস ৪.৫ ওভারে ৭০ রান তুলেন তারা।
ঝড়ো ব্যাটিংয়ে আফিফ শেষ করেছেন আক্ষেপ নিয়ে। ২৩ বেলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। ইয়াসির অপরাজিত ছিলেন ১৫ বলে ২৫ রান করে।