একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

এশিয়া কাপের আগে এই সিরিজ বাংলাদেশের জন্য অনেকটা প্রস্তুতিমূলক৷ পুরো স্কোয়াডকে পরখ করার বিলাসিতা বাংলাদেশ করতে পারে চাইলেই। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ সোমবার (১ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছে বাংলাদেশ। একাদশে এনেছে দুই পরিবর্তন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকরা টস জিতে বেছে নিয়েছে বোলিং। প্রথম ম্যাচের একাদশে থাকা শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনকে বিশ্রাম দেওয়া হয়েছে আজ। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।
সিলেটে লম্বা প্রস্তুতি প্রথম ম্যাচে কাজে লাগিয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই নিজেদের সেরাটা দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাসকিন আহমেদ তুলে নিয়েছেন চার উইকেট, লিটন দাসের ব্যাট থেকে এসেছে ম্যাচ জেতানো ফিফটি। তবে, সবচেয়ে বড় আবিষ্কার সাইফ হাসান।
টেস্ট ব্যাটারের তকমা পাওয়া সাইফ ব্যাটে-বলে প্রমাণ দিয়েছেন সামর্থ্যের। বল হাতে গুরুত্বপূর্ণ দুই উইকেট তোলার পর ব্যাট হাতে অপরাজিত ৩৬ রান। ঝড়ো ব্যাটিংয়ে সহজ করেন বাংলাদেশের জয়ের পথ। সবমিলিয়ে সাইফকে নিয়ে সবার মুখে ঝরেছে বন্দনা। আজকের ম্যাচেও নজর থাকবে তার ওপর।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।