এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে যা বললেন তামিম

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতির জন্য ডাচদের বিপক্ষে এই সিরিজ খেলছে বাংলাদেশ। জয়-পরাজয় ছাপিয়ে তাই এই সিরিজটি হওয়ার কথা ছিল প্রস্তুতির মঞ্চ। কিন্তু দুই ম্যাচ শেষে প্রশ্ন উঠছে কতটা প্রস্তুত হচ্ছে বাংলাদেশ।
সিরিজের প্রথম দুই ম্যাচেই টসে জিতে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ। বোলাররা অল্প রানে নেদারল্যান্ডসকে আটকে দেওয়ায়, বেশি সময় ব্যাট করতে পারেননি ব্যাটাররা। আরব আমিরাতে সাধারণত বড় রান দেখা যায়। সেখানে গিয়ে ব্যাটাররা কতটা মানিয়ে নিতে পারবে সেই প্রশ্ন উঠছে এখন।
দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা ওপেনার তানজিদ হাসান তামিমকেও দিতে হলো সেই প্রশ্নের উত্তর। প্রথমে ব্যাট করলে এশিয়া কাপের জন্য ব্যাটারদের প্রস্তুতিটা ভালো হতো কি-না? এমন প্রশ্নের উত্তরে তামিম বললেন, হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়।
তামিম বলেন, ‘দেখেন হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়। আর প্রথমে যেরকম উইকেট থাকে... আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে, পরে ব্যাট করা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। তো আজকেও সেরকমই চিন্তা ছিল যে, পড়ে ডিউ পরবে। আর সিরিজ নির্ধারনী ম্যাচ ছিল। আমার কাছে মনে এই বিষয় নিয়ে কোচ-ক্যাপ্টেন ভাববে। তো এই বিষয়ে আমার আর কিছু বলার নেই।’
কাছাকাছি আরেকটি প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘সব ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা ম্যাচই আন্তর্জাতিক ম্যাচ। এখানে ছোট-বড় কোনো ভেদাভেদ নেই এখানে। সব টিমই ভালো টি-টোয়েন্টিতে। তো সামনে এশিয়া কাপ, প্রত্যেকটা ম্যাচে আমরা যেভাবে ভালো খেলছি, এভাবে খেললে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্স তৈরি হবে।’
বাংলাদেশে বর্তমানে টি-টোয়েন্টির জন্য আদর্শ বলা হয় সিলেটের উইকেটকে। বাকি সব উইকেটে যেখানে, ব্যাটারদের রানের জন্য যুদ্ধ করতে হয় সিলেটে সেখানে কিছুটা রানের দেখা মেলে। এই ইউকেটে খেলে সবমিলিয়ে এশিয়া কাপের প্রস্তুতি কেমন হচ্ছে বাংলাদেশের? এমন প্রশ্নের উত্তরে তামিম জানালেন, উইকেট যেমনই হোক সেটার সঙ্গে কিভাবে মানিয়ে নিচ্ছি, এই জিনিসটাই সবাই চেষ্টা করছে।
জাতীয় দলের ওপেনার তামিম বলেন,‘আমার কাছে মনে হয় অনেক ভালো হয়েছে। কারণ এই সিরিজ শুরু আগে আমরা লম্বা একটা সময় পেয়েছিলাম। সেখানে ফিটনেস থেকে শুরু করে পাওয়ার হিটিং প্র্যাক্টিস করেছি। সিরিজ শুরুর আগে সিলেটেও আমরা ক্যাম্প করেছিলাম। আমরা সবাই জানি সিলেটের উইকেট কেমন। আমরা যে প্লানে এগুচ্ছি, উইনিং কম্বিনেশনটা ঠিক থাকে, সবাই সবার পারফর্মটা করতে পারে। তো উইকেট যেমনই হোক সেটার সঙ্গে কিভাবে মানিয়ে নিচ্ছি, এই জিনিসটাই সবাই চেষ্টা করছে।’
ওপেনিং নিয়ে বেশ কিছুদিন ধরে ভুগছিল বাংলাদেশ। কোনো জুটিই ভালো শুরু এনে দিতে পারছিল না। সেই অন্ধকারে আশার আলো হয়ে উঠেছেন পারভেজ হোসেন ইমন আর তামিম। দুজন মিলে ওপেনিংয়ে ভালো শুরু এনে দিচ্ছেন। ওপেনিংয়ে দুজনের সেই সাফল্যের কারণ জানালেন তামিম।
তামিম বলেন, ‘ও (পারভেজ ইমন) আর আমি নরমালি ব্যাটিং করি। উইকেটের ধরণ কেমন, কিভাবে খেলা যায়-- দুজনের কমিকেশনটা ভালো। আর ইন্টেন্টটা ভালো থাকে। কি করলে কী হয়, কোন বোলারকের টার্গেট করব, এই জিনিসিগুলো ভালো কথা হয় ওর সঙ্গে আমার। আমার কাছে মনে এই জিনিসটা ভালো দুই জনের।’