সিরিজ জিততে ১০৪ রানের সহজ সমীকরণ বাংলাদেশের সামনে

সিরিজ জেতার লক্ষ্যে শুরু থেকেই নেদারল্যান্ডসের ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশ। নাসুম-মোস্তাফিজদের বোলিংয়ের জবাব খুঁজে পায়নি সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে অল্প রানেই ডাচদের গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রান তুলতেই গুটিয়ে গেছে নেদারল্যান্ডস। সিরিজ জিততে ১০৪ রানের সহজ সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে।
টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন অধিনায়ক লিটন দাস। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরু থেকেই ডাচদের চেপে ধরেন টাইগার বোলাররা। তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন স্পিনার নাসুম আহমেদ।
১০ বলে ৮ রান করা ওপেনার ম্যাক্স ও’ডাউডকে ফেরালে ভাঙে ১৪ রানের উদ্বোধনী জুটি। পরের বলে গোল্ডেন ডাকে ফেরত পাঠান তিন নম্বরে নামা তেজা নিদামানুরুকে। এরপর থেকে নিয়মিত নেদারল্যান্ডসের ব্যাটারদের সাজঘরের পথ দেখান তাসকিন-মোস্তাফিজরা।
পাওয়ার-প্লে শেষ ওভারে একপ্রান্ত আগলে রাখা আরেক ওপেনার বিক্রমজিৎ সিংকে ফেরান তাসকিন। ফেরার আগে ১৭ বলে ২৪ রান করেন তিনি। ডাচদের ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
এর বাইরে কেবল আর দুজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। ১৭ বলে ১২ রান করা শারিজ আহমেদকে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব। শেষদিকে বাংলাদেশি বোলারদের সামনে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান আরিয়ান দূত। ২৪ বলে ৩০ রানের লড়াকু ইনিংসে ১০০ পার করেন তিনি। তাকে ফিরিয়ে ডাচদের ইনিংসের সমাপ্তি টানেন মাহেদী।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস ১০৩/১০ (ও’ডাউড ৮, বিক্রমজিৎ ২৪, তেজা ০, এডওয়ার্ডস ৯, শারিজ ১২, নোয়াহ ২, সিকান্দার ২, কেইল ৪, ভ্যান ম্যাকিরিনি ৩, আরিয়ান ৩০, ড্যানিয়েল ২*; মাহেদী ৩.৩-০-২৪-১, তাসকিন ৪-০-২২- ২, নাসুম ৪-০-২১-৩, তানজিম ৩-০-১৬-১, মোস্তাফিজ ৩-০-১৮-২)