কোন ব্যাপারে মন্তব্য করতে চান না তামিম?

অনেকদিন ধরেই বাংলাদেশের ওপেনিং পজিশন নিয়ে সমস্যা। সেই সমাধানে তানজিদ হাসান তামিম কিছুটা আশার আলো দেখাচ্ছেন। প্রায় প্রতি ম্যাচে ভালো শুরুও পান তিনি। কিন্তু ইনিংস বড় করতে পারছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে আজ শুক্রবার (৫ জুলাই) সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন নিজের ব্যাটিং নিয়ে।
কলম্বোতে প্রথম ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ওপেনার। ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন তামিম। উইকেটে থিতু হওয়া তামিম ফিরলে বাংলাদেশের বিপদ আরও বাড়ে। যে কারণে প্রথম ম্যাচে নিজের ইনিংসকে ভালো বলতে পারছেন না তিনি।
তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ, দলের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারিনি। যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে বলতে পারতাম যে, আমি ভালো খেলেছি। দলের জন্য খেলেছি।’
এখন পর্যন্ত ২৪টি ওয়ানডে ম্যাচে ৪টি হাফসেঞ্চুরি করেছেন তামিম। কিন্তু সেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ইনিংস ৮৪ রানের। দ্বিতীয় ম্যাচে একটা সেঞ্চুরি পাওয় যাবে কি না এমন প্রশ্নের জবাবে মুচকি হেসে তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো কমেন্টস করতে চাচ্ছি না।’
দ্বিতীয় ম্যাচে নিজের লক্ষ্য নিয়ে তামিম বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য যেটা বলব, আমার চেষ্টা থাকে ম্যাচ বাই ম্যাচ খেলার। প্রত্যেক ম্যাচে টিমকে কন্ট্রিবিউট করা। টিমের যেটা চাহিদা, যেটা আমি শেষ ম্যাচে পূরণ করতে পারি নাই। চেষ্টা থাকবে টিমের প্রয়োজন পরবর্তী ম্যাচে যেন পুষিয়ে দিতে পারি।’