চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের আসর। মহাদেশীয় এই লড়াইকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করছে দলগুলো। সেই ধারায় এবার চমক দিয়ে এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শুক্রবার (২২ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন দাস। দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
প্রায় তিন বছর পরে এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে ফিরলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন সোহান। সম্প্রতি বেশ কয়েকটি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলে ফিরেছেন টপঅর্ডার ব্যাটার সাইফ হাসানও।
মিরাজ ছাড়াও দল থেকে বাদ পড়েছেন সবশেষ সিরিজে দলে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নেই এশিয়া কাপে।
এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টেয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর উড়াল দিবে সংযুক্ত আরব আমিরাতে। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশ এশিয়া কাপের মিশন শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লিটনরা। ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই : মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।