টেস্ট চ্যাম্পিয়নশিপ
অন্ধকার কাটিয়ে আলোর পথে প্রোটিয়ারা

আগের দিন বোলাররা দুর্দান্ত শুরু এনে দিলেও ব্যাটিং ধসে বিধ্বস্ত হয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ বিকেলে মাত্র ৪৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ধুকছিল প্রোটিয়ারা। তাই আজ বৃহস্পতিবার (১২ জুন) দ্বিতীয় দিন কঠিন চ্যালেঞ্জ ছিল অধিনায়ক বাভুমা আর ডেভিড বেডিংহ্যামের জন্য। সেই চ্যালেঞ্জ উতরে গেছেন তারা। অন্ধাকার কাটিয়ে আলোর পথে ফিরেছে দক্ষিণ আফ্রিকা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৫ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। এখনও তারা পিছিয়ে আছে ৯১ রানে। ৯৫ বলে ৩৯ রানে অপরাজিত আছেন বেডিংহ্যাম আর ৩০ বলে ১১ রানে কেইল ভেরেইন্নে।
৪ উইকেটে ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে প্রোটিয়ারা। এদিন সকালটা নির্বিঘ্নেই কাটিয়ে দেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার বাভুমা আর বেডিংহ্যাম। সতর্কতার সঙ্গেই ইনিংস বড় করতে থাকেন তারা। দ্বিতীয় দিনে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। চোখ রাঙাচ্ছিলেন অসিদের উপর। দ্বিতীয় দিনের প্রথম সেশনের শেষদিকে বাভুমাকে ফিরিয়ে ভয়ংকর হতে থাকা সেই জুটি বেঙে দেন প্যাট কামিন্স। লাবুশেনের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান প্রোটিয়া অধিনায়ককে। ফেরার আগে বাভুমা ৪ চার আর এক ছক্কায় ৮৪ বলে করেন ৩৬ রান।
বাভুমা ফিরলেও প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। ভেরেইন্নাকে নিয়ে প্রথম সেশনের বাকি সময় কাটিয়ে দেন বেডিংহ্যাম। পঞ্চম উইকেট জুটিতে ৫৯ বলে ২৭ রান তুলেছেন তারা।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২১২ রান তুলেছিল অস্ট্রেলিয়া। এরপর শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে দ্রুতই ফিরে যান দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (৬ বলে ০), রায়ান রিকেল্টন (২৩ বলে ১৬), উইয়ান মুল্ডার (৪৪ বলে ৬) আর ট্রিস্টান স্টাবসরা (১৩ বলে ২)।