ভারতকে হতাশ করে ইংল্যান্ডের পক্ষে সিদ্ধান্ত আইসিসির

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তিনটি আসরই অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগ্রহ প্রকাশ করেছিল পরবর্তী আসরের ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হোক। ভারতের এই আবেদনকে নাকোচ করে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এর আগে প্রথম ফাইনাল হয়েছিল ২০২১ সালে সাউদাম্পটনে, এরপর ২০২৩ দ্য ওভাল এবং ২৫ সালে লর্ডসে অনুষ্ঠিত হয় ফাইনাল। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী তিনটি চক্রের (২০২৭, ২০২৯, ২০৩১) ফাইনালের স্বত্ব পেয়েছে ইংল্যান্ড। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভা থেকে এমন সিদ্ধান্ত এসেছে।
লর্ডসে অনুষ্ঠিত শেষ আসরের ফাইনাল দেখেই এমনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী তিন আসরেরও আয়োজক স্বত্ব ইংল্যান্ডকে দেওয়া হয়েছে তাদের ‘সাম্প্রতিক ফাইনাল আয়োজনের সফলতা’ দেখে।
কারণ হিসেবে জানানো হয়েছে, ইংল্যান্ডে আয়োজনের ক্ষেত্রে আবহাওয়া অনুকূল। জুন মাসে সেখানে গ্রীষ্মকাল চলে। নিরপেক্ষ দর্শকের উপস্থিতিও থাকে প্রচুর। সর্বশেষ তিন ফাইনালের কোনোটিতে স্বাগতিক ইংল্যান্ড না থাকলেও অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থক ও ইংল্যান্ডের টেস্ট দর্শকদের উপস্থিতি ছিল অনেক বেশি। টেস্ট ক্রিকেটে এত বেশি দর্শকের উপস্থিতি ক্ষেত্র খুব কমই দেখা যায়।
পরবর্তী তিন আসরের ফাইনালের স্বত্ব পাওয়ার পর ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আনন্দিত। এখানে টেস্ট ক্রিকেটের প্রতি ভক্তদের আবেগ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসার বিষয়টি স্বীকৃতি পেয়েছে আইসিসির এই সিদ্ধান্তে। ফাইনাল আয়োজনের দায়িত্ব পাওয়া বড় প্রাপ্তি এবং পরবর্তী আসরগুলোর মতোই আমরা আইসিসির সঙ্গে সফলভাবে ফাইনাল উপহার দেওয়ার দিকে তাকিয়ে আছি।’