সিলেটে কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে সাকিবের রংপুর

বিপিএলে শুরুটা ভালো হয়নি তারকাসমৃদ্ধ দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের। নিজেদের প্রথম ম্যাচে হারলেও সময়ের সাথে চেনা ছন্দে ফিরেছে তারা। সিলেট পর্বে এবার লিটনের কুমিল্লার মুখোমুখি সাকিবের রংপুর। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। কুমিল্লা-রংপুর ছাড়াও আরও একটা দ্বৈরথের দেখা যাবে এই ম্যাচে। দুই হাইপ্রোফাইল দেশি কোচ সোহেল ইসলাম আর সালাউদ্দিনের লড়াই।
চার ম্যাচের দুটোতে জেতা রংপুরের জন্য অস্বস্তির কারণ টপ অর্ডার ব্যাটারদের অফফর্ম। বিশেষ করে ওপেনার রনি তালুকদারদের ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। রনি না পারলেও পাকিস্তানি তারকা বাবর আজম ঠিকই নিজের জাত চেনাচ্ছেন।
অন্যদিকে, প্রথম ম্যাচে হারলেও বাকি দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে কুমিল্লা। বিশেষ করে গত ম্যাচে দুর্দান্ত বল করা স্পিনার আলিস আল ইসলামের ওপর বাড়তি নজর থাকবে। সিলেটের বিপক্ষে ম্যাচে ১৭ রানে চার উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই স্পিনার। শুধু মর্যাদার লড়াই নয় এ ম্যাচের জয়ী দল উঠে যাবে পয়েন্ট টেবিলের তিনে।