শেষটা ভালো হলো না নিউজিল্যান্ডের

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা দারুণভাবেই করেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসন। প্রথম সাত ওভার ব্যাটিং করে উদ্বোধনী জুটিতে জমা করেছিলেন ৬১ রান। কিন্তু এই দুজন সাজঘরে ফেরার পরেই পথ হারিয়েছেন কিউই ব্যাটসম্যানরা। শুরু দেখে যেখানে মনে হয়েছিল যে, নিউজিল্যান্ড রানের পাহাড় গড়বে সেখানে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে কিউই স্কোরবোর্ডে জমা হয়েছে ১৪২ রান।
অষ্টম ওভারের প্রথম বলে গাপটিল আউট হয়েছিলেন ২৭ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে। পরের ওভারে উইলিয়ামসনও ফিরেছেন ২৪ রান করে। এরপর আর কোনো বড় জুটি গড়ে তুলতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। গ্লেন ম্যাক্সওয়েল ও জেমস ফকনারের দারুণ বোলিংয়ে কিউইরা উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। শেষপর্যায়ে গ্রান্ট এলিয়টের ২৭ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৪২ রান জমা করতে পেরেছে নিউজিল্যান্ড। কলিন মুনরোর ব্যাট থেকে এসেছে ২৩ রান। প্রথম দশ ওভারে দুই উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৭৫ রান। শেষ দশ ওভারে ৬৭ রান জমা করতেই কিউইরা হারিয়েছে ছয়টি উইকেট।
অস্ট্রেলিয়ার পক্ষে দারুণ বোলিং করে দুইটি করে উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল ও ফকনার। দুজনেই তিন ওভার বল করে ১৮ রানের বিনিময়ে নিয়েছেন দুইটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মিচেল মার্শ ও শেন ওয়াটসন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। অন্যদিকে এরই মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড। স্বাগতিক ভারতকে ৪৭ রানে হারিয়ে শুরুটাও করেছে দারুণভাবে।