আরেকটি অর্জনের হাতছানি

পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে—তালিকার পরের নামটা কি ভারত? তালিকাটা বাংলাদেশের ক্রিকেটের গৌরবজনক অধ্যায়ের। প্রথম চারটি দলকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। পঞ্চম দল ভারত হবে কি না, তার উত্তর জানা যেতে পারে রোববার রাতে। দ্বিতীয় ওয়ানডেও জিততে পারলে আরেকটি অর্জনের আনন্দে দেশকে ভাসিয়ে দেবে মাশরাফির দল। বিসিবির মনোগ্রামের বাঘের মতো যারা এখন দুরন্ত, দুর্নিবার।
একটা বছরের ব্যবধানে কত ব্যবধান! গত বছরের জুনে এই ভারতের কাছেই নাকাল হতে হয়েছিল বাংলাদেশকে। মিরপুরে তিন ম্যাচ সিরিজের একটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। বাকি দুটিতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। যার একটিতে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়েও তাসকিন আহমেদ জয় এনে দিতে পারেননি। বরং মাত্র ১০৫ রানের পেছনে ধাওয়া করতে নেমে ৫৮ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়তে হয়েছিল।
সেসব দুঃখের দিন পেছনে ফেলে বাংলাদেশ এখন অন্য দল। অনেক বেশি আগ্রাসী, আত্মবিশ্বাসী। গত বিশ্বকাপ থেকে পাল্টে যাওয়া বাংলাদেশ দলকে সমীহ না করে উপায় নেই। তারুণ্য আর অভিজ্ঞতার শক্তিতে বলীয়ান হয়ে তারা এগিয়ে যাচ্ছে দৃপ্ত ভঙ্গিতে।
ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভালো খেললেও একাধিক বিতর্কিত সিদ্ধান্তের ‘বলি’ বাংলাদেশ যে ‘টিম ইন্ডিয়া’কে এভাবে পরাস্ত করবে, তা কে ভাবতে পেরেছিল! সেই ম্যাচে ধোনি আর মুস্তাফিজের ধাক্কা-কাণ্ড এবং তার শাস্তি হিসেবে দুজনেরই জরিমানা সিরিজের উত্তাপ বাড়িয়ে দিয়েছে অনেকখানি।
বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাত্র চতুর্থ জয় পেল বাংলাদেশ। একটা সময় জয়ের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হতো। সে সব হতাশার দিন পেরিয়ে বাংলাদেশ দল আজ সাফল্যের আলোয় উদ্ভাসিত। আরেকটি সাফল্যের জন্য রোববারের দিকে তাকিয়ে বাংলাদেশের মানুষ।