নতুন ইতিহাস গড়ল নেপাল

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন একটি রেকর্ড গড়ল নেপাল। নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ করল তারা। শুধু তাই নয়, নেদারল্যান্ডসকে ১৪২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে নেয় তারা।
নেপাল, নেদারল্যান্ডস ও মালয়েশিয়া এই টুর্নামেন্টে অংশ নেয়। গ্রপ পর্বে মালয়েশিয়াকে দুবার ও নেদারল্যান্ডসকে একবার হারিয়ে ফাইনালে ওঠে নেপাল। ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পায় নেদারল্যান্ডসকে। ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারায় নেপাল।
টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে নেপাল ২৩৮ রান করে। কুশল ভুরতেল ৭৭ করেন। কুশল মাল্লা ও দীপেন্দ্রসিং এয়ারও দারুণ দুটি ইনংস খেলেন।
বিশাল সংগ্রহের জবাবে ৯৬ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। নেপালের হয়ে তিন ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট নেন করণ কেসি। ম্যাচসেরাও হন তিনি। টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন কুশল ভুরতেল।
টুর্নামেন্টে দুবার ২০০ রানের গন্ডি পেরিয়েছে নেপাল। মালেয়েশিয়ার বিরুদ্ধে ২০০ রানে বেশি নিয়েছিল নেপাল। গ্রুপ পর্বে সেই ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তুলেছিল তারা।
তবে টুর্নামেন্টের ফাইনালে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বাধিক রান করে নেপাল।