নেপালের দায়িত্ব ছাড়ছেন হোয়াটমোর

নেপাল জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কোচ ডেভ হোয়াটমোর। আগামী ডিসেম্বর পর্যন্ত দলটির চুক্তিবদ্ধ ছিলেন তিনি। কিন্তু পরিবারকে সময় দেওয়ার কথা বলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) টুইট করে এই খবরটি জানিয়েছে।
আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লিগ-২ এর পরবর্তী পর্ব। গেল বছর ফেব্রুয়ারিতে নেপালের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন উমেশ পাতওয়াল। এরপর ১৮ ডিসেম্বর নেপাল দলের দায়িত্ব তুলে দেওয়া হয় হোয়াটমোরের কাঁধে।
সাত দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেপাল। চার ম্যাচ খেলে তাঁদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। এখনো আট ম্যাচ বাকি তাদের। করোনার কারণে বেশ কিছু ম্যাচ হয়নি।
এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি নেপাল। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার লক্ষ্য তাদের।
১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের কোচ ছিলেন হোয়াটমোর। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন তিনি। এরপর ২০১২ সালে পাকিস্তান ও ২০১৪ সালে জিম্বাবুয়ের দায়িত্বে ছিলেন হোয়াটমোর। সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের রাজসিক উত্থানের বীজ বপন করে দিয়েছিলেন।