ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ওয়েস্ট ইন্ডিজের দাপট। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো ক্যারিবিয়ানরা যেকোনো দলের বিপক্ষে ব্যাটিংয়ে বিধ্বংসী হয়ে ওঠেন। সেই দলের বিপক্ষেই জয় পেয়ে ইতহাসে নাম লেখালো নেপাল। আইসিসির কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে নেপালের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ ছিল এটি। সেই সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিলো তারা।
গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) শারজাহতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে নেপাল। টসে হেরে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করে নেপাল। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ।
নেপালের এই ঐতিহাসিক জয়ের নায়ক তাদের অধিনায়ক রোহিত পাউড়েল। ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট তুলে নেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার। ম্যাচ-সেরার পুরস্কারটাও উঠেছে তারই হাতে।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নেপালের। ১২ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলে তারা। সেখান থেকে ৪৫ বলে ৫৯ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন রোহিত ও কুশাল মাল্লা।
উইকেটে থিতু হওয়া এই দুই ব্যাটারকে ফিরিয়ে দেন অভিষিক্ত অলরাউন্ডার নাভিন বিদেইসি। ২ চার ও ২ ছক্কায় ২১ বলে ৩০ রান করেন মাল্লা। ৩ চার ও ১ ছক্কায় রোহিত করেন ৩৮ রান। এরপর গুলসান ঝা-এর ১৬ বলে ২২ ও দিপেন্দ্রা সিং আইরির ১৯ বলে ১৭ রানে ভর করে ১৪৮ রান করে নেপাল।
ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। লেগস্পিনার বিদেইসি পেয়েছেন ৩টি উইকেট।
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারে কুশাল ভুর্তেল রান-আউট করেন কাইল মেয়ার্সকে। আরেক ওপেনার আমির জাঙ্গু টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে ১৯ রান করে ফেরেন। ১০০ রান পার করার আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য শেষ দুই ওভারে ৩০ রান দরকার ছিল তাদের। ১৯তম ওভারে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২ রান দিয়ে আকিলকে ফেরান কারান কেসি। এখানেই ম্যাচ ঘুরে যায় নেপালের দিকে। এরপর শেষ ওভারে দুটি চার মেরে শেষ বলে আউট হন ফাবিয়ান অ্যালেন।
অ্যালেন ১৪ বলে ১৯ ও আকিল ৯ বলে ১৮ চেষ্টা করলে তাদের ইনিংস থেমে যায় ১২৯ রানেই। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন বিদেইসি। নতুন ইতিহাস গড়া নেপালের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। আগামীকাল সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ-নেপাল।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল: ২০ ওভারে ১৪৮/৮ (কামি ৬*, নান্দান ৭*, ভুর্তেল ৬, আসিফ ৩, রোহিত ৩৮, মাল্লা ৩০, ঝা ২২, দিপেন্দ্রা ১৭, জরা ৯, কারান ০; আকিল ৪-০-১৮-১, হোল্ডার ৪-০-২০-৪, সিমন্ডস ২-০-২৫-০, অ্যালেন ২-০-১৯-০, ম্যাককয় ৪-০-৩৭-০, বিদেইসি ৪-০-২৯-৩)
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১২৯/৯ (ম্যাককয় ০*, মেয়ার্স ৫, জাঙ্গু ১৯, ওগিস ১৫, অ্যান্ড্রু ৫, কার্টি ১৬, বিদেইসি ২২, হোল্ডার ৫, অ্যালেন ১৯, আকিল ১৮; দিপেন্দ্রা ৩-০-২০-১, কারান ৩-০-১৭-১, নান্দান ১-০-৬-১, কামি ৪-০-৪৩-০, রাজবানশি ২-০-৬-১, রোহিত ৩-০-২০-১, ভুর্তেল ৪-০-১৭-২)
ফল: নেপাল ১৯ রানে জয়ী